নিষিদ্ধ পথে হেঁটে নির্বাসিত দ্যুতি! শিরোনামে দেশের দ্রুততম মহিলা স্প্রিন্টার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ও ১০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়ন দ্যুতি চাঁদ (Dutee Chand) ফের খবরের শিরোনামে। নিষিদ্ধ বস্তু সেবন করে নির্বাসিত হলেন ওড়িশার ছাব্বিশ বছরের তারকা অ্যাথলিট। দ্যুতির মূত্রের নমুনা পরীক্ষায় সিলেক্টিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডিউলেটরস ওরফে এসএআরএমএস (Selective Androgen Receptor Modulators,  SARMs) মিলেছে। এটি এক প্রকারের অ্যানাবলিক স্টেরয়েড যা শরীরে কিছু পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আসে। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ( World Anti-Doping Agency, WADA) নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে এই স্টেরয়েড। কারণ এই স্টেরয়েড পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে শরীরে পেশি এবং হাড়ের বৃদ্ধি ঘটিয়ে।  এই স্টেরয়েডই নিয়ে ফেলেছেন দ্যুতি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে, দ্যুতির জন্য় আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। 

আরও পড়ুনRafael Nadal, Australian Open 2023: ইন্দ্রপতন! ছিটকে গেলেন গতবারের জয়ী নাদাল, কাঁদলেন তাঁর স্ত্রী

দ্যুতি এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আমি সর্বোচ্চ পর্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এরকম কোনও ড্রাগস স্পর্শ করে দেখেনি যা পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। যখনই আমার নমুনা চাওয়া হয়েছে আমি দিয়েছি। ২০১৪ সালে হাইপারঅ্যান্ড্রোজেনিজমের জন্য লড়াই করতে হয়েছে। আমাকে আগে দেখতে হবে যে, ওয়াডা কী চিঠি পাঠিয়েছে আমাকে, তারপরই পরবর্তী পদক্ষেপ জানাব আমার। কারণ আমি এখনও ডোপিং সংস্থা বা ফেডারেশন থেকে কোনও চিঠি পাইনি। মিডিয়ার লোকজনই জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় নাকি চিঠি ঘুরছে।’ গত বছর সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত গুজরাতে অনুষ্ঠিত জাতীয় গেমসে দ্যুতি অংশ নিয়েছিলেন। ২০০ মিটারে দৌড়েছিলেন তিনি। কিন্তু ফাইনালে যেতে পারেননি তিনি। ১০০ মিটার ড্যাশে ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন দ্যুতি। ২০১৮ সালে দ্যুতি এশিয়াডে জোড়া পদক পেয়েছিলেন। ১০০ ও ২০০ মিটারে তিনি রুপো জিতেছিলেন জাকার্তায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দ্যুতির তিনবার ব্রোঞ্জ (২০১৩, ২০১৭ ও ১০১৯) রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)