FIH Men’s Hockey World Cup 2023: India To Play Against Wales, Top Players To Watch Out For

ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) আজ ওয়েলসের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল (Indian Hockey Team)। গ্রুপ ডি-তে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল। আজকের ম্যাচ তাই গ্রাহাম রেইডের দলে কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কোন অঙ্কে সরাসরি শেষ আটে পৌঁছবে ভারত, দেখে নেওয়া যাক –

হকি বিশ্বকাপের গ্রুপ ডি-তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। বাকি ২ দল স্পেন ও ওয়েলস। ভারত স্পেনকে ২-০ গোলে হারিয়েছিল। অন্য়দিকে ইংল্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ও ইংল্যান্ড ২ দলই ৪ পয়েন্ট ঝুলিতে পুরলেও গোল পার্থক্যের জন্য শীর্ষে রয়েছে ব্রিটিশরা। 

ভারতকে কোয়ার্টারে উঠতে হলে ওয়েলসের বিরুদ্ধে প্রথমত জয় পেতেই হবে। সেক্ষেত্রে হরমনপ্রীত সিংহরা চাইবেন স্পেন যাতে ইংল্যান্ড ও ওয়েলসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। এমনটা হলে গোল পার্থক্য নিয়ে ভাবতে হবে না ভারতকে। 

কিন্তু, ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তবে ভারতকে ওয়েলসের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিতে গোলপার্থক্যে ব্রিটিশদের টপকে যেতে হবে। আর তাহলেই সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নেবে চলতি টুর্নামেন্টের আয়োজক দেশ। উল্লেখ্য়, আজ কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে ৭ টায় মুখোমুখি হবে ভারত ও ওয়েলস। গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে ভারতীয় শিবিরে একটাই চিন্তা হার্দিক সিংহের চোট। 

খেলা কবে?

আজ ১৯ জানুয়ারি ভারত বনাম ওয়েলস হকি ম্যাচ

কোথায় হবে খেলা?

খেলাটি হবে কলিঙ্গ স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচটি?

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধে ৭ টায় শুরু ম্যাচ

কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েলস ম্যাচটি?

ভারত বনাম ওয়েলস ম্য়াচটি স্পোর্টস সিলেক্ট ২-তে দেখা যাবে

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

ভারত বনাম ওয়েলস ম্যাচটি অনলাইনে হটস্টারে দেখা যাবে

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি নক আউট পর্বের ম্যাচ হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল রয়েছে। ব্রোঞ্জ মেডেল ম্য়াচ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ জানুয়ারি।