F‌irhad Hakim: ‘‌মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন’‌, বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ

এবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। আজ, বৃহস্পতিবার তিনি দাবি করলেন, ফাটাকেষ্ট নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও পালটা দিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই এগোচ্ছে বিজেপি। সেখানে কলকাতার মহানাগরিক এমন দাবি করতেই আলোড়ন পড়ে গিয়েছে। কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী দাবি করে ছিলেন, তৃণমূল কংগ্রেসের ২১জন বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেখানে এবার এমন দাবিতে আলোড়ন পড়েছে রাজ্য–রাজনীতিতে।

ঠিক কী দাবি করেছেন মেয়র?‌ তৃণমূল কংগ্রেসের ২১ জন নেতা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এই বিষয়ে প্রশ্ন করা হলে আজ, বৃহস্পতিবার ফিরহাদ হাকিম বলেন, ‘‌ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায়। তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।’‌

বিরোধী দলনেতা ঠিক কী বলছেন?‌ এই খবর চাউর হওয়ার পর বেশ চাপে পড়েছে বঙ্গ– বিজেপি। তাই মিঠুন নিয়ে এই মন্তব্য করার পর ফিরহাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি সাফ বলেন, ‘‌কী প্রমাণ আছে। এসব বলে প্রচারের আলোয় আসার চেষ্টা।’‌ সম্প্রতি মিঠুন চক্রবর্তী বলেছিলেন,২১টা বেড়েছে। আমি কোনও ব্যাকআপ ছাড়া কথা বলি না। সময় এলে দেখতে পাবে। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নন, অনেক ভাল লোক আছেন। যাঁরা ভাল তাঁরা দেখবেন শান্ত। এদের দিকে নজর রাখুন। এটুকুই হিন্ট দিলাম।’‌

ঠিক কী বলেছেন বিজেপির রাজ্য মুখপাত্র?‌ ফিরহাদের এই মন্তব্যের পালটা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‌দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে ও সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup