Hardik Pandya wife fumes after umpiring error ends all rounder innings Hardik

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে মাত্র ১২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) দল সিরিজের প্রথম জয় উদযাপন করলেও, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিতর্কিত আউট (Hardik Pandya Out Controversy) নিয়ে এই মুহূর্তে তোলপাড় ক্রিকেট দুনিয়া। ম্যাচ চলার সময়ই হার্দিকের আউটের ভিডিয়ো টুইটারে পোস্ট করে দেয় বিসিসিআই (BCCI)। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ”আউট অর নট আউট!’ হার্দিক কিংবা দলের কোনও সদস্য সেই আউট নিয়ে মুখ খোলেননি। তবে ধারাভাষ্য দেওয়ার সময় রবি শাস্ত্রীর (Ravi Shatri) পর এবার গর্জেছিলেন। এবার আম্পায়ার কে অনন্তনারায়ণনের (Karumanaseri Narayanaiyer Ananthapadmanabhan) উপর গর্জে উঠলেন হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ (Natasa Stankovic)। 

বাকিদের মতোই হার্দিকের স্ত্রী তোপ দেগেছেন তৃতীয় আম্পায়ারের দিকেই। আউট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাতাশা। নাতাশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিকের আউট হওয়ার সেই মুহূর্তের দু’টি ছবি পোস্ট করেছেন। সেই ছবির পাশে তিনি লিখেছেন, ‘ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ হয়নি। ও বোল্ডও হয়নি। তা হলে এটা কেন আউট দেওয়া হল?’ আউট হয়ে ফিরে যাওয়ার সময় অবাক হয়ে এই একই প্রশ্ন করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। 

আরও পড়ুন: Hardik Pandya, IND vs NZ: ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বোল্ড হার্দিক! কাঠগড়ায় আম্পায়ার

আরও পড়ুন: Shubman Gill 208: তিন দ্বিশতরানকারীর আড্ডা, রোহিতের সামনেই ঝামেলায় জড়ালেন শুভমন-ঈশান!

ভারতের মাটিতে ফের একবার কাঠগড়ায় আম্পায়ার। কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচে চলাকালীন হার্দিকের আউট ঘিরে দেখা দেয় তীব্র বিতর্ক। হার্দিককে বোল্ড আউট দেওয়া হয়েছিল। যদিও রিপ্লে-তে পরিষ্কার দেখা যায় যে, উইকেটকিপার টম ল্যাথামের (Thomas Latham) গ্লাভসে লেগে বেল মাটিতে পড়েছিল। সেই ঘটনার রিপ্লে একাধিকবার দেখার পরেও, তৃতীয় আম্পায়ার হার্দিককে আউট দিয়ে দেন! 

ভারতের ইনিংসের ৪০.৪ ওভারে সেই ঘটনা সবার সামনে আসে। ড্যারিল মিচেলের (Daryl Mitchell) বল স্কোয়ার কাট করতে গিয়েছিলেন হার্দিক। বলটি ব্যাটে লাগেনি। কিপারের হাত ছিল একদম স্টাম্পের পিছনে। দু’-এক বার রিপ্লে-তে এটাও মনে হয়, উইকেটের আগেই ছিল তাঁর গ্লাভস। সেক্ষেত্রে আম্পায়ারের নো বল ডাকার কথা। আবার অন্য কোণ থেকে দেখা যায়, ল্যাথামের গ্লাভসে লেগে বেল মাটিতে পড়েছিল। তৃতীয় আম্পায়ার কে অনন্তনারায়ণন রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরের দিকে রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়, বল মোটেই স্টাম্পে লাগেনি। বেশ কিছুটা উপর দিয়েই গিয়েছে। অর্থাৎ বেল যে কিপারের গ্লাভসে লেগেই পড়েছিল, সেটা প্রমাণ হয়ে যায়। যদিও দুর্ভাগ্যজনকভাবে ৩৮ বলে ২৮ রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। সেই বিতর্কিত আউটের পর সমালোচনার ঝড় বয়েই চলেছে। কিছুতেই থামছে না এই বিতর্ক। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)