Mamata-Abhishek: ‘‌নাও আই উড লাইক টু ইনভাইট…’‌, সরকারি মঞ্চে কাকে ডাকলেন মুখ্যমন্ত্রী ?‌

আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে হাজির থাকতে নারাজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তুলে আনলেন। আর এটা নিয়েই রাজনৈতিক তাৎপর্য খুঁজতে নেমে পড়েছেন অনেকেই। প্রশাসনিক সভা সরকারি অনুষ্ঠান। আর অভিষেক রাজ্য় মন্ত্রিসভার সদস্য নন। কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রীর ‘অনুরোধে’ মঞ্চে উঠে জনতাকে প্রণাম করে নেমে যান ডায়মন্ড হারবারের সাংসদ। সবমিলিয়ে এদিন মমতা–অভিষেকের রাজনৈতিক কেমিস্ট্রির সাক্ষী থাকল আলিপুরদুয়ার।

ঠিক কী মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী?‌ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়েই আজ আলিপুরদুয়ারের সভা ছিল। এই ধরনের সভায় কখনও দেখা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে বৃহস্পতিবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গলায় শোনা গেল, ‘‌অভিষেক বলেছে, এটা সরকারি অনুষ্ঠান। আমি তো সরকারের অঙ্গ নয়। তাই মঞ্চে উঠবে না। এটা আমি পছন্দ করি। তবে আমি ওকে বলেছি তুমি তো সাংসদ। তাহলে সমস্যা কী?’‌ এরপরই মুখ্যমন্ত্রী মাইকে ঘোষণা করেন, ‘‌নাও আই উড লাইক টু ইনভাইট অভিষেক বন্দ্যোপাধ্যায় অন দ্য স্টেজ।’‌ করতালিতে তখন ফেটে পড়ছে গোটা চত্বর।

তারপর ঠিক কী ঘটল?‌ মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে মঞ্চে এসে উপস্থিত দর্শকদের প্রণাম করে যান অভিষেক। বিস্কিট কালারের ফুল স্লিভ সোয়েটার আর ট্রাউজার পরেছিলেন অভিষেক। তাঁকে আসন ছেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন মন্ত্রী উদয়ন গুহ। কিন্তু সেটা করতে হয়নি। কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘‌ও মঞ্চে বেশিক্ষণ থাকবে না। সবাইকে প্রণাম জানিয়ে নেমে যাবে।’‌

এটা ঠিক কীসের ইঙ্গিত?‌ আলিপুরদুয়ারের এই ঘটনাই আজ লার্জ ক্যানভাস হয়ে দেখা দিল সবার কাছে। রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আর তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মঞ্চে হাজির করিয়ে পাল্টা বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে পরীক্ষা দিয়ে অভিষেকও নেতৃত্ব দেওয়ার অধিকার অর্জন করে ফেলেছেন। আর বৃহস্পতিবারের ছবি আগামী দিনে অভিষেকের বৃহত্তর প্রশাসনিক দায়িত্বে উত্তরণের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup