Mamata Banerjee: পিছড়ে বর্গের ছাত্রছাত্রীদের জন্য ‘‌মেধাশ্রী’‌ প্রকল্প ঘোষণা মমতার, কী মিলবে?‌

সদ্য পিছড়ে বর্গের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি (‌প্রথম থেকে অষ্টম)‌ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেটা বাংলার মুখ্যমন্ত্রী এটা চালু করবেন বলেছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলার ছাত্রছাত্রীদের বিপদ বোধ করার কারণ নেই। কেননা দিদি রয়েছেন। বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন। আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেধাশ্রী নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?‌ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। আর এই নয়া প্রকল্প নিয়ে বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেবো। আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেবো মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপ দেওয়া হবে। এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না।’‌

আর কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?‌ কেন্দ্রীয় সরকারের এই কাজকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী কবিতা আউড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কুকুরের কাজ কুকুর করেছে। আমি কাউকে কুকুর বলছি না। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে। কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?‌’‌ তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে এবং শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি পড়ুয়ারাও এই সুবিধা পাবেন।

ঠিক কী চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী?‌ এখানে সরাসরি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‌ওবিসি ছেলেমেয়েরা পড়াশুনা করবে, বড় হবে—আমরা সবাই এটা চাই। ওরা যদি টাকা না দেয় তা হলে না দিক। আমরা চালিয়ে যাব। আমরা শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, বিবেকানন্দ স্কলারশিপের টাকা দিই, এবার ওবিসি ছেলেমেয়েদেরও টাকা দেবো। আর দিল্লি যদি টাকা না দেয়, তাহলে এখান থেকে ওরা কীভাবে টাকা নিয়ে যায়, তাও এবার দেখব।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup