Mid-Day Meal: মিড ডে মিলের টাকায় মুখ্যমন্ত্রীর জেলা সফর! অভিযোগ শুভেন্দুর, কী বলল TMC?

মিড ডে মিলে প্রকল্পের টাকায় উত্তর ২৪ পরগনা সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি অভিযোগ করেছেন, গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রীর দু’দিনের হিঙ্গলগঞ্জ সফরে প্রশাসনের খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই সব টাকা খরচ হয়েছে স্কুলে দেওয়ার জন্য মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ টাকা থেকে। 

এই টুইটে বেশ কিছু নথিও তুলে দিয়েছেন তিনি। যদিও সেই নথির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেখানে বিরোধী দলনেতা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর সফরের খরচ তোলার জন্য স্কুল পডুয়াদের খাবারের থালায় ভাগ বসিয়েছেন। গত নভেম্বর মুখ্যমন্ত্রীর তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সফরের জন্য খরচ করা হয়েছে। এমন কি এসসি, এসটি এবং ওবিসি’ (তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতি) উন্নয়ন তহবিলের টাকাও খরচ করা হয়েছে তাঁর সফরের জন্য।’

 তিনি খরচের হিসাবও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ওই সফরের জন্য খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। তিনি আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের উপরতলা থেকে বিডিওস্তরের আমলারা নিয়মিত এক প্রকল্পের টাকা অন্যত্র খরচ করা অভ্যাসে পরিণত করেছেন। কিন্তু শিশুর খাবারের থালা থেকে চুরি ভাবা যায় না। এই জন্য বাংলার মি ডে মিলে সাপ, ব্যাঙ টিকটিকি পাওয়া যায়।’ 

তৃণমূল অবশ্য শুভেন্দু তাঁর পুরানো দিনে কথা স্মরণ করিয়ে দিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কোন থাতে কত খরচ হয়েছে সেটা প্রশাসনিক বিষয়। কিছু নীতিগত বিষয় থাকে। তা কুৎসার আকারে পরিবেশন করা হচ্ছে। পর্যাবেক্ষক থাকাকালীন হেলিকপ্টারে করে জেলায় জেলায় ঘুরতেন শুভেন্দু। কোথা থেকে টাকা পেতেন? কোন থাত থেকে নিতেন?’ তিনি আরও বলেন, ‘তিনি বলেন মোদী-শাহরা এই রাজ্যে সফরে আসেন সেই সফরের টাকা কোথা থেকে আসে? কোন না কোন সরকারি খাত থেকে মেটানো হয়।’