Modi in Maharashtra: ‘যখনই ডবল ইঞ্জিন সরকারকে আনলেন, তখনই স্পিড বেড়ে গেল’ উন্নয়নের, মহারাষ্ট্রে বার্তা মোদীর

মহারাষ্ট্রের মাটিতে পা রেখেই একাধিক বিষয়ে মহাবিকাশ আঘাড়ি জোটকে নিশানায় নেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, সদ্য কয়েক মাস আগে মারাঠা রাজনীতিতে ঝড় তুলে ক্ষমতায় আসে শিবসেনার একাংশ ও বিজেপি। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার ওই একাংশের সঙ্গে বিজেপি জোট গড়ে মহারাষ্ট্রের ক্ষমতায় আসে। আর সেই সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি পূর্ববর্তী উদ্ধব সরকারের তুমুল সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। মোদী বলেন, মহারাষ্ট্রে উন্নয়ন ধির গতিতে হয়ে গিয়েছিল, যখন ডবল ইঞ্জিনের সরকার ছিলনা, তখন।

মহারাষ্ট্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করে মোদী স্মরণ করিয়ে দেন যে ডবল ইঞ্জিনের সরকারের উপকারিতার কথা। তিনি অভিযোগ তোলেন যে, প্রাক্তন উদ্ধব সরকারের মহাবিকাশ আঘাড়ি সরকারের আমলে উন্নয়নের রাস্তা স্তব্ধ হয়েছিল বলে। প্রধানমন্ত্রী মোদী এদিনের সভামঞ্চ থেকে বলেন, ‘এই প্রথমবার স্বাধীনতার পর ভারত নতুন কিছুর স্বপ্ন দেখছে। নয়তো ভারত এর আগে বেশিরভাগ সময়টাই কাটিয়েছে দারিদ্রতা নিয়ে আলোচনা করে, আর অন্যের থেকে সাহায্য নিয়ে। বর্তমানে ভারতের স্বপ্নের উপর আস্থা রয়েছে গোটা বিশ্বের।’ এরপর দাভোসে একনাথ শিন্ডের কোন অভিজ্ঞতা হয়েছিল, সেই সম্পর্কে বক্তব্য রেখে নরেন্দ্র মোদী বলেন, ‘সর্বত্র এটাই ভারতের জন্য আবেগ।’ নরেন্দ্র মোদী , এদিন তাঁর ভাষণে বলেন, মহারাষ্ট্রের একাধিক শহর এবার থেকে দেশের উন্নতির দ্রুত গতির সঙ্গে চলবে। এই সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন,’এই কারণেই মুম্বইতে তৈরি থাকতে হবে ভবিষ্যতের জন্য। ২০১৪ সাল পর্যন্ত মুম্বই মেট্রো ১০ থেকে ১১ কিলোমিটার ছিল। যে মুহূর্তে আপনারা ডবল ইঞ্জিন সরকারকে আনলেন, তখনই স্পিড বেড়ে গেল।’ মোদী বলেন , যা কয়েক বছর আগে পর্যন্তও ছিল মহারাষ্ট্রের মানুষের স্বপ্নেরও অধরা, তা মানুষের জন্য নিশ্চিত করতে বদ্ধপরিকর ‘ডবল ইঞ্জিন’ সরকার। কথা প্রসঙ্গে মোদী বলেন, ‘এই কারণেই আমরা বিমানবন্দরের মতো করে রেলস্টেশন গড়ে তুলছি। ’

উল্লেখ্য়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুম্বইতে মেট্রো লাইন উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে ধারাভির উন্নতি নিয়েও মুখ খোলেন মোদী। উল্লেখ্য, সামনেই মুম্বইতে পুরসভা ভোট। সেই পরিস্থিতিকে প্রেক্ষাপটে রেখে মোদী বলেন, স্থানীয় প্রশাসন কাজ করতে না চাইলে এলাকার উন্নতি অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন,’মুম্বইয়ের অর্থের অভাব নেই, তবে টাকা যেন দুর্নীতিহীনভাবে ব্যবহার হয়, সেটিকে নিশ্চিত করতে হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup