Raghuram Rajan on Rahul’s ‘Pappu’ image: রাহুল গান্ধী ‘পাপ্পু’ নন, উনি একজন স্মার্ট ও তরুণ ব্যক্তি, বললেন রঘুরাম রাজন

রাহুল গান্ধী মোটেও ‘পাপ্পু’ (বোকা) নন। উনি একজন স্মার্ট ও তরুণ ব্যক্তি। ওয়াইনাডের কংগ্রেসের সাংসদকে এমনই সার্টিফিকেট দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-র মধ্যেই ইন্ডিয়া টুডে’তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বলেন, ‘আমার মতে, (রাহুলকে যে পাপ্পুর তকমা দেওয়া হয়েছে), সেটা দুর্ভাগ্যজনক। প্রায় এক দশক ধরে বিভিন্ন ক্ষেত্রে ওঁদের সঙ্গে কথাবার্তা বলেছি। ও কোনওদিক থেকেই পাপ্পু নন। উনি একজন স্মার্ট, তরুণ, কৌতূহলী ব্যক্তি।’

আরও পড়ুন: Raghuram Rajan on Indian Economy: ‘আগামী বছর…’, ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় কী বললেন রঘুরাম?

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ রাহুলকে ‘পাপ্পু’ বলে উপহাস করেন। বিজেপি নেতা-কর্মীরাও বাদ যান না। যে বিষয়টি নিয়ে ২০১৮ সালে লোকসভায় মুখ খুলেছিলেন খোদ রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল বলেছিলেন, ‘আপনাদের মধ্যে আমার বিরুদ্ধে ঘৃণা থাকলেও, আপনাদের মধ্যে আমার বিরুদ্ধে রাগ থাকলেও, আপনাদের কাছে আমি পাপ্পু হলেও, আপনারা বিভিন্নরকম গালিগালাজ করলেও আমার মধ্যে আপনাদের জন্য এতটুকুও রাগ নেই। এঁরা সবাই কংগ্রেস। আমি কংগ্রেস। কংগ্রেস একটা ভাবনা। সেই ভাবনা এই দেশকে বানিয়েছে। এটা কখনও ভুলবেন না।’

আরও পড়ুন: BJP slams Raghuram Rajan: ‘রঘুরাম রাজন নিজেকে পরবর্তী মনমোহন মনে করছেন’, কটাক্ষ অমিত মালব্যর

‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছিলেন রঘুরাম রাজন 

সম্প্রতি রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। গত ১৪ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের ভাদোটি থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরুর পর তাতে যোগ দিয়েছিলেন। যদিও তা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ‘রঘুরাম রাজন হয়ত নিজেকে পরবর্তী মনমোহন সিং মনে করছেন। ভারতের অর্থনীতি নিয়ে রঘুরামের মতামত অতিরঞ্জিত।’

তারইমধ্যে ওই সংবাদমাধ্যমে ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। তিনি বলেন, ‘আমি ভারত জোড়া যাত্রায় যোগ দিয়েছিলাম। কারণ আমি ওই যাত্রার চিন্তাভাবনা প্রতি সহমত পোষণ করি। আমি কোনও রাজনৈতিক দলে যোগদান করছি না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)