Stretch mark remedies easy way to remove stretch mark: স্ট্রেচ মার্কের সমস্যা কমবেশি সবারই হয়। এর জন্য পছন্দের পোশাক পরতে সমস্যা হয়। তবে একটি ঘরোয়া উপাদানেই কমতে পারে স্ট্রেচ মার্ক।
1/6গর্ভধারণের সময় স্ট্রেচ মার্কের সমস্যা নতুন ব্যাপার নয়। তবে বয়ঃসন্ধির পরবা শরীরে প্রচুর মেদ জমলে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে। শরীরের এই অবাঞ্ছিত দাগ নিয়ে অনেকেই অস্বস্তি বোধ করেন। এতে শারীরিক সৌন্দর্যে ঘাটতি হয়, পাশাপাশি পছন্দের পোশাক পরতেও অস্বস্তি বোধ হয়। তবে স্ট্রেচ মার্কের এই সমস্যা রাতারাতি ঠিক হওয়ার নয়।এর জন্য ঘরোয়া উপায়ে অ্যালোভেরাকে কাজে লাগানো যায়। (Freepik)2/6অ্যালোভেরা ও নারকেল তেল: এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। এবারে মিশ্রণটি স্ট্রেচ মার্কের উপর দিয়ে কিছুক্ষণ মালিশ করুন। তারপর সারা রাত ওভাবেই রেখে দিন। (Freepik)3/6অ্যালোভেরা এবং ভিটামিন ই তেল: এর জন্য ২ টো ভিটামিন ই ক্যাপসুল লাগবে ক্যাপসুল থেকে প্রথমে তেল বার করে নিন। তার সঙ্গে এক টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। ত্বকে এই মিশ্রণটি কিছুক্ষণ মালিশ করে নিন। তারপর ওভাবেই রেখে দিন। দিনে দু’বার এই মিশ্রণটি লাগালেই হবে। (Freepik)4/6অ্যালোভেরা এবং কফি পাউডার: এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে স্ট্রেচ মার্কে লাগাতে হবে। এরপর ৫ মিনিট মালিশ করুন। তারপর ১০ মিনিট এমনি রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এটি লাগাতে হবে। (Freepik)5/6অ্যালোভেরা এবং লেবুর রস: অর্ধেক চা চামচ লেবুর রসের সঙ্গে অর্ধেক চা চামচ জল ও এক টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিতে হবে। স্ট্রেচ মার্কের জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে নিয়ে শুকোতে দিন। ১৫ মিনিট পর জায়গাটি জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্রতিদিন একবার করে এই মিশ্রণ লাগালেই কমবে স্ট্রেচ মার্ক! (Freepik)6/6অ্যালোভেরা এবং ক্যাস্টর অয়েল: অর্ধেক চা চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে প্রথমে। এবারে স্ট্রেচ মার্কের উপর মিশ্রণটি লাগিয়ে মালিশ করুন কিছুক্ষণ। তারপর আধ ঘণ্টা রেখে জায়গাটি জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। প্রতিদিন দু’বার করে এটি লাগান। (Freepik)