Women’s U19 WC: India Beat Scotland To Top Table And Qualify For Super Six

বেনোনি: অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s U19 WC) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। শেফালি ভার্মার (Shafali Verma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে নিয়ে শীর্ষে থেকেই পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল। বুধবার স্কটল্যান্ডকে ৮৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে ভারতীয় অনুর্ধ ১৯ মহিলা দল।

গ্রুপ ‘ডি’-তে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিকে আগেই হারিয়েছিল ভারত। দুই ম্য়াচেই ব্যাট হাতে অধিনায়ক শেফালি ভাল পারফর্ম করেন। তবে এদিন টসে জিতে শেফালি ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, নিজে রান করতে পারেননি। মাত্র এক রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সোনিয়া মেনধিয়াও তিনে নেমে ছয় রানের বেশি করতে পারেননি। ৩৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপরেই তৃষা ও রিচা ঘোষ মিলে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ৩০০ রানের গণ্ডি পার করান।

শ্বেতার ঝোড়ো ইনিংস

রিচা ও তৃষা উভয়েই দেখেশুনে কিছুটা মন্থর গতিতেই ব্যাট করেন। রিচা ৩৫ বলে ৩১ রান করেন। তৃষা ৫১ বলে করেন ৫৭ রান। তবে বড় পার্টনারশিপ গড়ার পর ১৭তম ওভারে মাত্র এক রানের ব্যবধানেই দুই জনে সাজঘরে ফেরেন। এমন পরিস্থিতিতে নতুন ব্যাটারদের এসে সঙ্গে সঙ্গেই দ্রুত করাটা বেশ মুশকিল। অবশ্য দুরন্ত ফর্মে থাকা শ্বেতা শেরাবত কিন্তু সেটাই করে দেখান। এদিন ১০ অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস চারটি চার ও দুইটি ছক্কায় সাজানো ছিল। ভারত নির্ধারিত বিশ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে।

২৫ রানে ৯ উইকেট

১৫০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা স্কটল্যান্ডকে নতুন বলে দুরন্ত বোলিং করে শুরুতেই চাপে ফেলে দেন মন্নত কাশ্য়প (Mannat Kashyap)। আইলসা লিস্টার (১৪), এমা ওয়ালসিঙ্ঘাম (০) ও ক্যাথেরিন ফ্রেজারকে (৫) সাজঘরে ফেরত পাঠান তিনি। ৫০ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ড। এই চাপ কাটিয়ে উঠতে পারেননি স্কটরা। মাত্র ২৫ রানের ব্যবধানে নয় উইকেট হারিয়ে ৬৬ রানেই অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। টল্যান্ডের বিরুদ্ধে বল হাতে চার উইকেট ম্যাচ সেরা নির্বাচিত ভারতীয় তরুণী মন্নত কাশ্যপ। তিনি মাত্র ১২ রান খরচ করে চার উইকেট নেন।

আরও পড়ুন: পঞ্চম ভারতীয় হিসাবে দ্বিশতরান গিলের, নাম লেখালেন সচিন, রোহিতদের তালিকায়