বেনামি পাসপোর্ট নিয়ে বিদেশ গিয়ে থাকতে পারেন দুর্নীতিবাজরা: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জাল পাসপোর্ট তৈরি করে বেনামে বিদেশে গিয়ে থাকতে পারেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তি। শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন এমনই আশঙ্কার কথা জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

এদিন আদালতে বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে বলেন, অভিযুক্তদের পাসপোর্ট কি পরীক্ষা করেছেন? তারা কতবার বাইরে গিয়েছেন তা কি দেখেছেন? আপনাদের কি মনে হয়? পাসপোর্ট জাল করা সম্ভব? আমার মনে হয় এটা সম্ভব। বেনামি পাসপোর্ট থাকে অনেকের। বেনামি একাধিক পাসপোর্ট থাকতে পারে। খুঁজে বার করার চেষ্টা করুন। সামনের মাসে আমি আপনাদের কাছে রিপোর্ট চাইতে পারি।

সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘হচ্ছেটা কী? আমার কাছে বিষয়টা একঘেয়ে হয়ে গেলে বাইরের লোকের কাছেও একঘেয়ে হয়ে যাবে। ইডি আধিকারিকদের সঙ্গে প্রয়োজনে কথা বলুন। পদক্ষেপ করুন।’ জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, পাসপোর্ট খতিয়ে দেখতে গেলে আলাদা করে অনুমতি নিতে হবে।

বিচারপতির এহেন নির্দেশে প্রশ্ন উঠছে, তবে কি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে সুনির্দিষ্ট কোনও খবর রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup