Rahul Gandhi compared to Shankaracharya: শেষ পর্বে ভারত জোড়ো যাত্রা, শঙ্করাচার্যের সঙ্গে রাহুলের তুলনা ফারুক আবদুল্লার

এর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীকে তপস্যী যোগী এবং ভগবান শ্রী রামের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। এবার রাহুলকে শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এই নিয়ে ফারুক বলেন, ‘কয়েক শতাব্দী আগে শঙ্করাচার্য এখানে এসেছিলেন। তিনি যেই সময়ে হেঁটে এখানে এসেছিলেন, তখন সব জায়গায় শুধু জঙ্গল। কোনও রাস্তা ছিল না। তিনি কন্যাকুমারী থেকে হেঁটে কাশ্মীর এসেছিলেন। আর রাহুল গান্ধী দ্বিতীয় ব্যক্তি যিনি একইভাবে কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করে কাশ্মীরে এসে পৌঁছেছেন।’ (আরও পড়ুন: ‘ঠান্ডা লেগেছে রাহুলের’,অবশেষে ভারত জোড়ো যাত্রায় জ্যাকেট পরলেন রাগা)

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রার শেষ চরণে পঞ্জাব ছেড়ে জম্মুতে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। তারপর থেকে এই পদযাত্রা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা হয়ে কাশ্মীরে পৌঁছবে এই যাত্রা। মোট ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে গিয়েছে এই যাত্রা। আগামী ৩০ জানুয়ারি শেষ হবে এই যাত্রা। রাহুল গান্ধী সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন সেদিন। এদিকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করে রাহুল বলেছেন, ‘আমার পূর্বপুরুষরা এখানকারই বাসিন্দা ছিলেন। মনে হচ্ছে আমি বাড়ি ফিরছি। একজন মানুষ যখন তার শিকড়ে ফিরে যায়, তখন সে নিজের এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আমি এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি। আমি জম্মু ও কাশ্মীরের মানুষের দুঃখ জানি।’

অপরদিকে যাত্রার অন্তিম পর্যায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পা মেলানোর জন্য ২১টি সমমনস্ক রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই আমন্ত্রণ পাঠিয়েছেন দেশের ২১টি রাজনৈতিক দলগুলিকে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রয়েছে জেডিইউ, শিবসেনা, তেলুগু দেশম পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই, সিপিআইএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পিডিপি, এনসিপি, এমডিএমকে, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, আরএসপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ই এই প্রথম রাহুলের গায়ে দেখা গেল জ্যাকেট। এর আগে শৈত্য প্রবাহের মাঝে উত্তর ভারত জুড়ে একটি মাত্র সাদা টি-শার্ট পরেই হেঁটেছিলেন রাহুল গান্ধী। তবে অবশেষে ঠান্ডা থেকে বাঁচতে গায়ে জ্যাকেট চাপালেন রাগা। রাহুলের টি-শার্ট পরা নিয়ে মিডিয়াতে চর্চা শুরু হলে কংগ্রেস নেতা বলেছিলেন, ‘যাঁরা শীতে ভয় পান, তাঁরাই সোয়েটার পরেন। আমি শীতে ভয় পাই না।’ তিনি আরও বলেছিলেন, ‘যতদিন চলবে এই সাদা টি-শার্ট পরব।’ আজকে রাহুলের জ্যাকেটের তলায় সাদা সেই টি-শার্টটাও ছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup