Soumitra-Sujata: ‘সৌমিত্র দিল্লিতে গিয়ে রাসলীলা এবং রঙ্গরসিয়া করে বেড়াচ্ছেন’, তোপ সুজাতার

বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের। এরই মধ্যে প্রকাশ্য জনসভায় সৌমিত্রকে একের পর এক নিশানা করলেন সুজাতা। বাঁকুড়ার কোচডিহি গ্রামে বৃহস্পতিবার দলীয় সভায় যোগ দিয়ে সৌমিত্রকে রাজনৈতিকভাবে আক্রমণ করার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করেন সুজাতা। মানুষের সেবা না করে সৌমিত্র রাসলীলা, রঙ্গরসিয়া করে বেড়াচ্ছেন বলে তিনি কটাক্ষ করেছেন।

এদিন সভায় সুজাতা বলেন, ‘আমি একসময় ওকে জিতিয়ে সাংসদ করেছিলাম। তখন আমি ভেবেছিলাম যে উনি মানুষের জন্য কাজ করবেন। কিন্তু, এখন দেখছি উনি তা না করে দিল্লিতে গিয়ে রাসলীলা এবং রঙ্গরসিয়া করে বেড়াচ্ছেন।’ এর জন্য সভায় উপস্থিত মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি সেই সময় একজন স্ত্রী হিসেবে সংসারের দায়িত্ব, স্বামীর প্রতি দায়িত্ব পালন করেছিলাম। তখন ভেবেছিলাম উনি মানুষের জন্য কাজ করবেন। কিন্তু, এখন আমি এর জন্য ক্ষমা চাইছি। ওকে তৃণমূলও ছাড়তে বারণ করেছিলাম। কিন্তু, ভোটের সময় দল বদল নেশা হয়ে দাঁড়ায়।’ এদিন সভায় সৌমিত্রকে দলবদলু বলেও কটাক্ষ করেন সুজাতা।

এরপরে সৌমিত্রকে আরও কটাক্ষ করে তিনি বলেন, ‘দলবদলু, ধান্দাবাজ সৌমিত্র সাংসদ নির্বাচিত হওয়ার আগে আমি স্ত্রী হিসেবে কর্তব্য পালন করেছিলাম। ওর হয়ে প্রচার করেছিলাম। এখন দেখছি উনি ভোট হলে আসেন। ভোট হলে চলে যান। তাই ভোটের সময় ওকে এলাকায় ঢুকতে দেবেন না। যারা স্ত্রীর মর্যাদা করতে জানে না তারা অন্য কারও মর্যাদা করতে পারবে না।’

শুধু তাই নয়, সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণও করেন সুজাতা। তিনি বলেন, ‘নির্যাতন করার জন্য আমি ওর সঙ্গে থাকতে পারিনি। শুধু নিজের চরিত্র লুকানোর জন্য গ্লিসারিন মেখে টিভির পর্দায় নাটকের কান্না করে ডিভোর্সের কথা জানিয়েছিল।’ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌমিত্র খাঁ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup