SSC Scam: দু’বার সিবিআই জিজ্ঞাসাবাদের পর এ বার কুন্তলের বিলাসবহুল জোড়া ফ্ল্যাটে ইডি

শিক্ষক দুর্নীতি মমলায় সিবিআই-এর দু’দফা জিজ্ঞাসাবাদেনেতা পর পর এ বার ইডি হানা দিল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে। নিউটাউনের চিনার পার্কে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তৃণমূল যুবনেতা। ওই দুটি ফ্ল্যাটে সকাল থেকে তল্লাশি শুরু করেছে ইডি। তদন্তকারী সংস্থা আধিকারিকেরা দু’টি ভাগে ফ্ল্যাট দু’টিতে তল্লাশি চালাচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ট’ তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন নিয়োগের জন্য ১৯ কোটি টাকা নিয়েছেন তৃণমূল যুবনেতা। এই টাকা ৩২৫ জন প্রার্থীর থেকে নেওয়া হয়েছে। এই সংক্রান্ত নথি তার কাছে রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে দাবি করেছে তাপস মণ্ডল। তাঁর আরও দাবি, ২৬০০ প্রার্থীর থেকে ৫০ হাজার টাকা করে কুন্তল নিয়েছেন।