WABetaInfo জানিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে ভয়েস নোট রেকর্ড এবং শেয়ার করার অপশন যোগ করা হচ্ছে। টেক্সট স্ট্যাটাস দেওয়ার সময়েই এই অপশন পাবেন। শেয়ার করার আগে চাইলে ভয়েস রেকর্ড ডিলিটও করতে পারবেন। কিন্তু কতটা লম্বা ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে?
1/5WhatsApp স্ট্যাটাসেও দেওয়া যাবে ভয়েস নোট। নতুন ফিচার আনল মেটা অধীনস্থ অ্যাপ। WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্টে এই আপডেট দেওয়া হয়েছে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)2/5WABetaInfo জানিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে ভয়েস নোট রেকর্ড এবং শেয়ার করার অপশন যোগ করা হচ্ছে। টেক্সট স্ট্যাটাস দেওয়ার সময়েই এই অপশন পাবেন। শেয়ার করার আগে চাইলে ভয়েস রেকর্ড ডিলিটও করতে পারবেন। কিন্তু কতটা লম্বা ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে? ফাইল ছবি : মিন্ট (PTI)3/5সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যাবে। তবে সেই স্ট্যাটাস শুনতে হলেও ব্যবহারকারীদের WhatsApp-এর লেটেস্ট ভার্সানে আপডেট করা থাকতে হবে। ফাইল ছবি: রয়টার্স (PTI)4/5এই জাতীয় ভয়েস নোটগুলি ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ হয়। আপাতত এই ফিচার শুধুমাত্র বেটা টেস্টারদের জন্যই লাইভ করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)5/5প্রাইভেসি সেটিংসের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। অর্থাত্, আপনার ফটো, ভিডিয়ো বা টেক্সট স্ট্যাটাসের মতোই নির্দিষ্ট সংখ্যক দর্শক সেই অডিয়ো স্ট্যাটাস শুনতে পারবেন। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (PTI)