বৈশ্বিক মন্দা নয় দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে সংস্কারহীন কাঠামো

কেবল বৈশ্বিক মন্দা নয় বরং বছরের পর বছর সংস্কারহীন কাঠামো দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রাজস্ব আদায়ে ব্যর্থতা ও আর্থিক খাতে অপরিপক্ব সিদ্ধান্তে ভর্তুকির চাপে পড়েছে সরকার। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়লে আরও চাপ বাড়বে। এই অবস্থায় সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা৷

শনিবার (২১ জানুয়ারি) ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত ‘কোথায় দাঁড়িয়ে অর্থনীতি?’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় তারা এই মত প্রকাশ করেন। সভার সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

গোল টেবিল বৈঠকে আলোচকরা মনে করেন, মূল্যস্ফীতির কারণে কমছে আমানতকারীদের সঞ্চয়, আছে ডলার সংকটও। আর বাড়ন্ত খেলাপি ঋণ, সুশাসনের অভাব ব্যাংকিং খাতে আস্থা কমিয়ে সংকট আরও বাড়িয়েছে।

এ বিষয়ে এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ব্যাংকিং খাতে অনেক অপরাধেই সাজা দেইনি। শুরুতেই যদি সাজা দিতাম তাহলে অনেক কিছু বন্ধ করতে পারতেন।’

এফবিসিসিআই’র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি হলে বাজারে এর প্রভাব পড়বে, বাজারে অস্থিতিশীল সৃষ্টি হবে। মুদ্রাস্ফীতি ঘটবে।’

পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘মুদ্রাস্ফীতির বিষয়ে আমাদের ধান চাল যদি একটু ভালো থাকে, সরবরাহ পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা এইটাকে ম্যানেজ করে নিতে পারবো।’

ইউএনডিপি’র কান্ট্রি ইকনোমিস্ট নাজনিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীদের এখন ভাবতে হবে আইএমএফ-এর চাপে বা অন্য কিছু নয়, যে টেক্স তারা দেননি এতকাল সেই কারণে গ্যাসের দাম বাড়িয়ে সরকারকে ভর্তুকির বোঝা কমাতে হচ্ছে।’

সানেক’র নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘আমরা মনে করছি যে ডলারের দরটা বাজারমুখি করে দিলেই রেমিট্যান্স হু হু করে বাড়তে থাকবে। হুন্ডির একটা বড় চাহিদা হচ্ছে যারা দেশ থেকে টাকা পাচার করছে। এই ম্যাচিংটা হবার জন্যই হুন্ডির বাজার রমরমা।’

বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, ‘সংকট কাটানোর জন্য যে পলিসি মেকিং তা ভুল ছিল।’

সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, ‘নীতিনির্ধারকদের আগে বর্তমান অবস্থার কথা স্বীকার করতে হবে। তারপর এই বিষয় সমাধানে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’

পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘বৈশ্বিক মন্দায় আমরা একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছি—এটা অস্বীকার করা যায় না। কারণ আমরা তো বিশ্ব থেকে আলাদা কোনও দ্বীপ না। তবে এইটা ভালো—সংকটকালে আলোচনা হচ্ছে বিষয়গুলো নিয়ে। এর থেকে সমাধান বেরিয়ে আসবে।’