মানিকছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ | BD24Live.com

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৩

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি বাজার এলাকার ‘রমিজ সমিল’ থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা প্রায় ৩শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী’র নেতৃত্বে একটি টহল টিম মানিকছড়ি বাজার এলাকার ‘রমিজ সমিল’ এ গিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা অবৈধ কাঠের সন্ধান পায়

পরে সেখানে অভিযান চালিয়ে সেগুন ও গামারী কাঠের প্রায় ৩শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। পরে রাত ১টার দিকে উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরীর নিকট তা হস্থান্ত করেন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দের পর রাত ১টার দিকে তা হস্তান্তর করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকার মতো হবে।

সালাউদ্দিন/সাএ