গ্রেফতার তৃণমূল নেতা কুন্তলই কি মানিকের চার্জশিটে নাম থাকা মিস্টার ঘোষ?

শনিবার সকালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। তার পরই শুরু হয়েছে নতুন জল্পনা। সঙ্গে প্রশ্ন উঠছে, এই কুন্তলই কি ইডির চার্জশিটে নাম থাকা মিস্টার ঘোষ? অনেকেই এব্যাপারে প্রায় নিশ্চিত।

গত ৭ ডিসেম্বর ব্যাঙ্কশাল আদালতে মানিকের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে ইডি। ১৫০ পাতার চার্জশিটে নাম ছিল মানিকের ছেলে ও স্ত্রীর। সঙ্গে নাম ছিল ২টি সংস্থার। চার্জশিটের সমর্থনে প্রায় ৫০০০ পাতার নথি ট্রাঙ্কে করে আদালতে পেশ করে ইডি। ১৫০ পাতার সেই চার্জশিটে একাধিক জায়গায় ছিল মিস্টার ঘোষের নাম। অফলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে পাশ করানোর জন্য তিনি টাকা তুলেছেন বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। কিন্তু কে সেই মিস্টার ঘোষ, তা এতদিন ছিল রহস্য। শনিবার সকালে কুন্তলের গ্রেফতারিতে তা অনেকটা স্পষ্ট হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টারও বেশি কুন্তলের কলকাতার চিনার পার্কের ২টি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। ইডির দাবি, কুন্তলের বাড়ি থেকে একাধিক স্থাবর, অস্থাবর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমনকী কুন্তল তদন্তে সহযোগিতা করছেন না বলেও দাবি করেন গোয়েন্দারা। এর পর তাঁকে গ্রেফতার করে শনিবার সকাল ৯টা নাগাদ নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।