Cane toad found in national park: কুনো ব্যাঙ তো বাড়ির আশেপাশে দেখা যায়, তবে এর ওজন জানলে চোখ কপালে উঠতে বাধ্য

ন্যাশনাল পার্কে ট্র্যাকের কাজ রেঞ্জাররা। এয়ারলি বিচের কাছে কনওয়ে ন্যাশনাল পার্ক। সেখানেই কাজ করতে করতে গত সপ্তাহে কনওয়ে সার্কিটের পাশে হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাদের গাড়ি। গাড়ির সামনে সাপ দেখেই থামতে বাধ্য হয়েছিলেন তাঁরা। এরপরেই গাড়ি থেকে নেমে দেখা যায় একটি দানব চেহারার কেন (বেতের) ব্যাঙ।

রেঞ্জার কাইলি গ্রে জানাচ্ছেন, ট্র্যাক জুড়ে একটি সাপ তাদের গাড়ি থামাতে বাধ্য করেছিল। এরপর বেরিয়ে এসে নিচে তাকাতেই দেখা যায় বিশালাকৃতির ব্যাঙ। সঙ্গে সঙ্গে রীতিমতো চমকে উঠেছিলেন কাইলি।

তার কথায়, ‘আমি নিচে গিয়ে বেতো ব্যাঙটিকে ধরে তুললাম। একটি ব্যাঙ এত ভারী বিশ্বাসই করতে পারছিলাম না ।’ তার কথায়, রেঞ্জাররা মিলে এটিকে টডজিলা বলে ডাকা হয়। আর দেরি না করে দ্রুত এটি একটি পাত্রে রাখা হয়। ন্যাশনাল পার্ক থেকে সরিয়ে ফেলতেও এমন ব্যবস্থা নেওয়া হয়। আকারে বেতের ব্যাঙটি এতোই বড় যে তার মুখে যা ঢোকে তাই তার পক্ষে খাওয়া সম্ভব। এমনকী পোকামাকড়, ছোটখাটো পতঙ্গ ওর খাদ্য হলেও এটি বেশ কিছু সরীসৃপ ও ছোট স্তন্যপায়ী প্রাণীকেও খেয়ে ফেলতে পারে।

কাইলি জানান,‘আমাদের বিশ্বাস এটি একটি মহিলা, কারণ স্ত্রী বেতো ব্যাঙেদের আকার পুরুষদের চেয়ে বড় হয়। বেসে ফিরে এসে মাপার পর দেখা যায়, তার ওজন ছিল ২.৭ কেজি। যা একরকম রেকর্ড বলা যায়। এদিন তাকে ৩৯৩ মিটার উচ্চতায় পাওয়া যায়। যা অস্বাভাবিক নয়। কিন্তু তার আকারের কারণে আমাদের রেঞ্জার কর্মীদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে।’

‘আমি নিশ্চিত নই যে তার বয়স কত, তবে বেতের ব্যাঙ বনে পনের বছর পর্যন্ত বাঁচতে পারে। তাই প্রাথমিকভাবে ধারণা, এটি দীর্ঘকাল ধরে রয়েছে। আমরা তাকে জাতীয় উদ্যান থেকে সরিয়ে দিতে পেরে আনন্দিত। এই বিশাল আকারের কারণে কুইন্সল্যান্ড মিউজিয়াম এটিকে নিতে আগ্রহী।’

বেতো ব্যাঙ সাধারণত বেতের পোকা নিয়ন্ত্রণের জন্য ১৯৩৫ সালে কুইন্সল্যান্ডে আনা হয়। একটি বড় আকারের ব্যাঙ ২৬ সেমি পর্যন্ত লম্বা ও ২.৫ কেজি ওজনের হতে পারে তবে এত বড়ো আকারের নমুনা বিরল। স্ত্রী বেতো ব্যাঙ এক মরশুমে ৩০০০০ পর্যন্ত ডিম উৎপাদন করতে পারে। যদিও তারা প্রাথমিকভাবে পোকামাকড় খায়, তবে মেরুদণ্ডী প্রাণীও তারা খেতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup