Hockey WC 2023: Hardik Singh Posts Heartfelt Message After Being Ruled Out With Injury

নয়াদিল্লি: চলতি হকি বিশ্বকাপের (Hockey WC 2023) প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের (Indian Hockey Team) ভাল পারফরম্যান্সের পিছনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। স্পেনের বিরুদ্ধে এক দুর্দান্ত গোল করার পাশাপাশি ইংল্যান্ডে ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন হার্দিক সিংহ (Hardik Singh)। তবে দুর্ভাগ্যবশত ইংল্যান্ড ম্যাচেই পেশিতে চোট পান হার্দিক। আজ, শনিবার, ২১ জানুয়ারি ভারতীয় হকি ফেডারেশনের তরফে জানানো হয় হার্দিক আর এই বিশ্বকাপে মাঠে নামতে পারবেন না।

হার্দিকের হতাশা প্রকাশ

ইংল্য়ান্ড ম্যাচে চোট পাওয়ার পর ওয়েলশের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার্দিককে বিশ্রাম দেওয়া হয়। আশা করা হচ্ছিল চোট সারিয়ে বিশ্বকাপে হয়তো কোনও না কোনও সময়ে মাঠে ফিরতে পারবেন তিনি। তবে সে গুড়ে বালি। চোট প্রথমে যতটা গুরুতর মনে করা হয়েছিল, ততটা গুরুতর না হলেও, বিশ্বকাপের মধ্যে হার্দিকের সেরে উঠার জন্য যথেষ্ট সময় নেই। তাই তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে হল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার মুখ খুললেন হার্দিক। সোশ্যাল মিডিয়া মারফত নিজের হতাশা প্রকাশ করলেন।

হার্দিক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দুর্ভাগ্যবশত পেশির চোটের কারণে বিশ্বকাপে খেলার আমার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। বিশ্বকাপের মতো এক মঞ্চ থেকে আমায় এভাবে সরে দাঁড়াতে হবে, তা কখনও কল্পনাও করিনি। তবে কথায় বলে সবকিছুই কোনও না কোনও কারণে হয় এবং আমি বর্তমানে সেই কারণটাই খুঁজে বের করার চেষ্টায় আছি। সবটা মেনে নিতে কিছুটা সময় তো অবশ্যই লাগবে। আমি মাঠে নেমে সকলের ভরসার মর্যাদা দিতে পারব না, এটা ভেবেই খুব খারাপ লাগছে। তবে আমার টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও, আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি। বরং, আমাদের টুর্নামেন্ট তো এই প্রি-কোয়ার্টার ফাইনালে সবে শুরু হতে চলেছে। সকলকে অনেক শুভেচ্ছা।’

 


ভারতীয় কোচের প্রতিক্রিয়া

হার্দিক ছিটকে যাওয়ার পর ভারতীয় কোচ গ্রাহাম রিড বলেন, ‘রাতারাতি আমাদের হার্দিকের পরিবর্ত খোঁজার কঠিন কাজটি করতে হয়েছে। ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তথা বিশ্বকাপের বাকি সব ম্য়াচগুলিতে আর খেলতে পারবে না। শুরুতে চোট যতটা গুরুতর মনে হচ্ছিল, ততটা গুরুতর না হলেও, সময় আমাদের পক্ষে নেই। পুনর্বাসন প্রক্রিয়া দেখে এবং না না পরীক্ষার পর আমরা হার্দিকের পরিবর্তে রাজকুমার পালকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ হার্দিকের বদলে ভারতীয় দলে রাজকুমার পাল ডাক পেয়েছেন।

হার্দিক ছিটকে যাওয়ায় হতাশ হলেও, ভারতের অজি কোচ রিড কিন্তু রাজকুমারের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এটা অবশ্যই হার্দিকের জন্য় খুবই হতাশাজনক। ও প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছিল। তবে রাজকুমার বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য দলে যোদ দেওয়ায় আমরা ভীষণই খুশি।’

আরও পড়ুন: ফের ইংল্যান্ডেই আয়োজিত হবে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল?