ICC Proposes Six-team T20 Events For Both Men And Women At 2028 Olympics

দুবাই: অলিম্পিক্সে জায়গা পাবে ক্রিকেট?

২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Olympics) পুরুষ ও মহিলাদের ৬টি করে দেশকে নিয়ে ক্রিকেট অন্তর্ভুক্তির সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।

মাঝে বলাবলি হচ্ছিল যে, ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি সম্ভবপর হবে না। যদিও সূত্রের খবর, এখনও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মনে করা হচ্ছে অক্টোবরে মুম্বইয়ে আইওসি-র সভায় ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

 

আইসিসি-র প্রস্তাব মেনে নেওয়া হলে মহিলা ও পুরুষদের ব়্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে থাকা ছটি করে দেশকে অলিম্পিক্সে খেলার সুযোগ দেওয়া হতে পারে। হয়তো নির্দিষ্ট একটি দিন নির্ধারিত করে দেওয়া হবে। সেই দিন পর্যন্ত কোন দলের কী ব়্যাঙ্কিং, তার ওপর নির্ভর করে যোগ্যতা অর্জনের বিষয়টি ঠিক করা হবে। তবে অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে কী ফর্ম্যাটে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ী নির্ধারিত হবে, তা এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। এ ব্যাপারে অলিম্পিক্সের আয়োজক লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হবে।

শোনা যাচ্ছে, খরচ কমাতে প্রত্যেক দলের জন্য বরাদ্দ খরচ কমানোর চিন্তাভাবনা করছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ক্রিকেট অন্তর্ভুক্ত করার অর্থ, প্রতিযোগীর সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে যাওয়া। সেই কারণে ৬ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছে আইসিসি। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ১১৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে সেই সংখ্যাটা কমে দাঁড়াবে ১০৫০০-তে।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ