IND Vs NZ, 2nd ODI: Fan Boy Breaches Security, Hugs Rohit Sharma In Raipur, Rohit Came Into Rescue

রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুধু ঝকঝকে হাফসেঞ্চুরিই করলেন না রোহিত শর্মা (Rohit Sharma), সেই সঙ্গে জিতে নিলেন মন। এক খুদে ভক্তকে নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেন ভারত অধিনায়ক। যা দেখে সোশ্যাল মিডিয়া রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

ঠিক কী হয়েছিল?

নিউজিল্যান্ডের (Ind vs NZ) ১০৮ রান তাড়া করতে নেমে তখন ব্যাট করছে ভারত। ৯.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলেছে ভারত। বল করছিলেন কিউয়ি পেসার ব্লেয়ার টিকনার। তাঁর পঞ্চম বলের আগে আচমকাই মাঠের মধ্যে ঢুকে পড়ে এক বালক। দৌড়ে গিয়ে রোহিত শর্মাকে আলিঙ্গন করে। শুরুতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন রোহিতও।

তবে সেই বালকের পিছনে নিরাপত্তারক্ষীদের দৌড়ে আসতে দেখে যেন হুঁশ ফেরে রোহিতের। সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তারক্ষীদের বলে ওঠেন, ‘ও একটা বাচ্চা ছেলে। কিছু করবেন না।’ নিরাপত্তাকর্মীরা শুধু সেই বালককে মাঠ থেকে বার করে নিয়ে চলে যায়।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা রোহিতের মানবিকতার প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, খুদে ভক্ত মাঠে ঢুকে হয়তো ভুল করেছে। কিন্তু রোহিত যেভাবে বালককে রক্ষা করতে তৎপর হয়েছেন, তার থেকেই বোঝা যায় তিনি কতটা মানবিক।

 

ভারতের সিরিজ জয়

শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।.

শুরুতেই পরপর উইকেট হারানোর পর ফের একবার নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন গত ম্যাচের শতরানকারী মাইকেল ব্রেসওয়েল। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ফের একবার ভারতকে সাফল্যে এনে দেন শামি। ২২ রানে ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান তিনি। ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পর মিচেল স্যান্টনারকে নিয়ে লড়াই শুরু করেন গ্লেন ফিলিপ্স। দুই জনে মিলে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে মিচেল স্যান্টনার ২৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র পাঁচ রানের ব্যবধানেই শেষ চার উইকেট হারায় কিউয়ি দল।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি। ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ