IND Vs NZ 2nd ODI: India Won By 8 Wickets Against New Zealand To Claim The ODI Series

রায়পুর: শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

ভারতীয় বোলারদের দাপটে দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথমে ব্যাট করে মাত্র ১০৮ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন মহম্মদ শামি (Mohammed Shami)। হার্দিক পাণ্ড্য এবং ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। ব্যর্থ গোটা কিউয়ি টপ অর্ডার। ফের নতুন বল হাতে ভারতীয় ফাস্টবোলাররা নিজেদের দক্ষতা প্রমাণ করেন।

নতুন বলে আগুনে বোলিং

অপরিবর্তিত দল নিয়েই এই ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও এই সিদ্ধান্ত জানাতে বেশ সময় নেন রোহিত। টসে জিতে ব্যাট না বল, কী করবেন, দলের পূর্বপরিকল্পনাই ভুলে যান তিনি। ম্যাচ শুরু হলে অধিনায়ক রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই সাফল্য পান মহম্মদ শামি। শূন্য রানে ফিন অ্যালেনকে ফেরত পাঠান তিনি। গত ম্যাচে দুরন্ত বোলিং করা সিরাজও উইকেট নিতে বেশি সময় নেননি। নিজের তৃতীয় ওভারেই হেনরি নিকোলসকে (২) ফেরান তিনি। পরের ওভারেই ১ রানে ডারিল মিচেলকে ফেরত পাঠান শামি। নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে ডেভন কনওয়েকে (৭) আউট করেন হার্দিক পাণ্ড্য। টম ল্যাথামকে ১ রানে আউট করেন শার্দুল ঠাকুর।

শুরুতেই পরপর উইকেট হারানোর পর ফের একবার নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন গত ম্যাচের শতরানকারী মাইকেল ব্রেসওয়েল। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ফের একবার ভারতকে সাফল্যে এনে দেন শামি। ২২ রানে ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান তিনি। ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পর মিচেল স্যান্টনারকে নিয়ে লড়াই শুরু করেন গ্লেন ফিলিপ্স। দুই জনে মিলে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে মিচেল স্যান্টনার ২৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র পাঁচ রানের ব্যবধানেই শেষ চার উইকেট হারায় কিউয়ি দল।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি। ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ