IND Vs NZ 2nd T20: Mohammed Shami Rages Fire With The Ball As New Zealand Top Order Collapse

রায়পুর: ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 2nd T20) শুরুতেই ভারতীয় বোলিংয়ের দাপটে চাপে কিউয়ি ব্যাটাররা। মাত্র ১৫ রানেই সাজঘরে ফেরে অর্ধেক নিউজিল্যান্ড দল। ফের নতুন বল হাতে ভারতীয় ফাস্ট বোলাররা নিজেদের দক্ষতা প্রমাণ করেন। মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, তিন ফাস্ট বোলারই নতুন বলে সাফল্য পেয়েছেন। 

টসে দিতে বোলিং

হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর ১২ রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ওয়ান ডেতেও দুরন্ত এক ম্যাচ দেখার প্রত্যাশায় ছিলেন সমর্থকরা। রায়পুরে ভারতের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচের টিকিট ৬ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। অপরিবর্তিত দল নিয়েই এই ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও এই সিদ্ধান্ত জানাতে বেশ সময় নেন রোহিত। টসে জিতে ব্যাট না বল, কী করবেন, দলের পূর্বপরিকল্পনাই ভুলে যান তিনি।

অধিনায়ক রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই সাফল্য পান মহম্মদ শামি। শূন্য রানে ফিন অ্যালেনকে ফেরত পাঠান তিনি। গত ম্যাচে দুরন্ত বোলিং করা সিরাজও উইকেট নিতে বেশি সময় নেননি। নিজের তৃতীয় ওভারেই হেনরি নিকোলসকে (২) ফেরান তিনি। পরের ওভারেই ১ রানে ডারিল মিচেলকে ফেরত পাঠান শামি। নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে ডেভন কনওয়েকে (৭) আউট করেন হার্দিক পাণ্ড্য। টম ল্যাথামকে ১ রানে আউট করেন শার্দুল ঠাকুর।

 

শামির আগুনে বোলিং

শুরুতেই পরপর উইকেট হারানোর পর ফের একবার নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন গত ম্যাচের শতরানকারী মাইকেল ব্রেসওয়েল। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ফের একবার ভারতকে সাফল্যে এনে দেন শামি। ২২ রানে ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান তিনি। এই প্রতিবেদনটি লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ১৯ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে ৫৬ রান। 

আরও পড়ুন: যশপ্রীত বুমরা দলে ফিরলে কি জায়গা হারাবেন সিরাজ? ভারতীয় বোলিং কোচের কথায় ইঙ্গিত স্পষ্ট