Ind Vs NZ: Bengal Pacer Mohammed Shami Took 50 Wickets In Indian Jersey In ODIs, Know In Details

রায়পুর: দেশের মাটিতে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসার শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন। তাঁর বোলিং কিউয়ি ইনিংসে ভাঙন ধরায়। সেই সঙ্গে দেশের মাটিতে ওয়ান ডে-তে ৫০ উইকেট হয়ে গেল শামির। শনিবারের তিন উইকেট মিলিয়ে দেশের মাটিতে ওয়ান ডে-তে ৫২ শিকার হয়ে গেল বঙ্গ পেসারের।

ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন শামি। তিনি বলেছেন, ‘শুরু থেকে সঠিক জায়গায় বল ফেলাই ছিল আমার লক্ষ্য। লাইন-লেংথে জোর দিয়েছিলাম। তবে মাঝে মধ্যে এরকমও হয় যে, ভাল বল করলেও উইকেট আসে না। আবার কোনও কোনও দিন ছন্দে না থাকলেও উইকেট চলে আসে। আমি বিশ্বাস করি বল হাতে প্র্যাক্টিসে যত বেশি পরিশ্রম করব, তত বেশি সফল হব। আমি ভাবিনি এত ভাল সিম মুভমেন্ট কাজে লাগাতে পারব।’ শামি যোগ করেছেন, ‘নতুন বলের বোলার হিসাবে আমার কাজ হল দ্রুত পরিবেশ-পরিস্থিতি বুঝে নিয়ে দলের বাকি বোলারদের সেই বার্তা পৌঁছে দেওয়া।’

নতুন বলে আগুনে বোলিং

অপরিবর্তিত দল নিয়েই এই ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও এই সিদ্ধান্ত জানাতে বেশ সময় নেন রোহিত। টসে জিতে ব্যাট না বল, কী করবেন, দলের পূর্বপরিকল্পনাই ভুলে যান তিনি। ম্যাচ শুরু হলে অধিনায়ক রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই সাফল্য পান মহম্মদ শামি। শূন্য রানে ফিন অ্যালেনকে ফেরত পাঠান তিনি। গত ম্যাচে দুরন্ত বোলিং করা সিরাজও উইকেট নিতে বেশি সময় নেননি। নিজের তৃতীয় ওভারেই হেনরি নিকোলসকে (২) ফেরান তিনি। পরের ওভারেই ১ রানে ডারিল মিচেলকে ফেরত পাঠান শামি। নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে ডেভন কনওয়েকে (৭) আউট করেন হার্দিক পাণ্ড্য। টম ল্যাথামকে ১ রানে আউট করেন শার্দুল ঠাকুর।

শুরুতেই পরপর উইকেট হারানোর পর ফের একবার নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন গত ম্যাচের শতরানকারী মাইকেল ব্রেসওয়েল। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ফের একবার ভারতকে সাফল্যে এনে দেন শামি। ২২ রানে ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান তিনি। ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পর মিচেল স্যান্টনারকে নিয়ে লড়াই শুরু করেন গ্লেন ফিলিপ্স। দুই জনে মিলে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে মিচেল স্যান্টনার ২৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র পাঁচ রানের ব্যবধানেই শেষ চার উইকেট হারায় কিউয়ি দল।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি। ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ