IND Vs NZ: Paras Mhambrey Discussed Mohammed Siraj’s Future In Team India

রায়পুর: বিগত বছরের শুরু থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সর্বাধিক উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ান ডে ম্যাচেও চারটি উইকেট নিয়েছেন তিনি। তবে যশপ্রীত বুমরা এখনও দলে নেই। তিনি চোট সারিয়ে ফিরলে সিরাজ একাদশে জায়গা পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বটে। তবে পারস মামব্রে স্পষ্ট করে দিলেন যে সিরাজ ভারতীয় বিশ্বকাপ পরিকল্পনার অংশ।

বিশ্বকাপ পরিকল্পনায় সিরাজ?

সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) বলেন, ‘সিরাজ দুরন্ত পারফর্ম করছে। ও বলের সিম নিয়ে অনেক কাজ করেছে যার ফলে বল সুইং করাতেও সুবিধা হচ্ছে। ওর উন্নতি দেখে আমি খুবই খুশি। লাল বলে তো ও দক্ষতা ছিলই, সেই দক্ষতাটা এখন সাদা বলের ক্রিকেটেও দেখা যাচ্ছে। ওর থেকে আমাদের প্রচুর প্রত্যাশা রয়েছে। শুধু আসন্ন বিশ্বকাপের জন্য নয়, ও বিশ্বকাপের পরেও ভারতীয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’

তবে সিরাজের প্রশংসা করা সত্ত্বেও মামব্রে কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন যে বুমরার মতো বোলারের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘সত্যি বলতে বুমরার মতো একজন বোলার অনন্য এবং ওর বিকল্প নেই। ওর দক্ষতার সমতুল্য কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে ওর অনুপস্থিতি বাকি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রমাণ করার একটা সুযোগ করে দেয়। বাকিরা কেমন কী করতে পারে, আমাদেরও সেটা দেখারও সুযোগ দেয়। বিভিন্ন পরিস্থিতিতে ওদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা সবসময় ওদের সঙ্গে কথা বলে ওদের উন্নতিতে সাহায্য করতে তৎপর।’

কাটা গেল রোহিতদের বেতন

বুধবার হায়দরাবাদে রোহিতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ৫০ ওভার বল করতে পারেননি। নির্ধারিত সময়ে ৪৭ ওভার বল করে টিম ইন্ডিয়া। উইকেট পতন, জলপানের বিরতি সবসময় মিলিয়েও রোহিতরা নির্ধারিত সময়ের পরেই শেষ তিন ওভার বল করে। এই কারণেই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ভারতীয় দলের তারকাদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটার সিদ্ধান্ত নিলেন। আইসিসির ২.২২ আর্টিকেল অনুযায়ী প্রতিটি ওভার কম করার জন্য উক্ত দলের খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়। ভারতীয় দল যেহেতু তিন ওভার কম বল করেছে, তাই রোহিতদের ৬০ শতাংশ বেতন কাটা গেল।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় আর কোনওরকম কোনও শুনানির প্রয়োজন পড়েনি। এরপরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার, ২১ জানুয়ারি রায়পুরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি