Jasprit Bumrah Start Bowling Practice In Nets Venkatesh Iyer Share Video Ind Vs Nz

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। নেটে বোলিং শুরু করলেন জাতীয় দলের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে বুমরার সম্পূর্ণ ফিট হয়ে ওঠার প্রার্থনায় ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। দুটি দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলা হবে। তারপরে অস্ট্রেলিয়া দল ভারত সফরে আসবে। তার মাঝেই ভারতীয় দলের জন্য বড় সুখবর। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন ভারতীয় দলের তারকা বোলার বুমরা।

বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে ভারতের তারকা পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাবিলিটেশন পর্ব। বুমরাকে এনসিএ (NCA) ফিট সার্টিফিকেট দেওয়ার পরই, তাঁকে নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছিল। কিন্তু সেই সিরিজ থেকেও ছিটকে যান। বোর্ড থেকে জানানো হয়, তাঁর চোট পুরোপুরি সারেনি।

শেষ বার জাতীয় দলের হয়ে বুমরাকে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। এ বার নেটে ফিরলেন ভারতীয় তারকা পেসার। নেটে তাঁর বল খেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার। বুমরার নেটে অনুশীলন করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কেকেআরের অলরাউন্ডার। তিনিই সকলকে জানিয়েছেন যে, বুমরা অনুশীলন শুরু করে দিয়েছেন। নাইট তারকা অলরাউন্ডার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে বেঙ্কটেশকে বল করছেন বুমরা। নেটে একসঙ্গে অনুশীলন করছেন দুই ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এখন শুধু সময়ের অপেক্ষা! সুস্থতার পথে…’

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তারকা ফাস্টবোলার। নেট অনুশীলনের সময় তিনি পিঠের পেশিতে টান অনুভব করেছিলেন। তবে মাঠে ফিরেছেন বুমরা।

 


২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের পরে পিঠের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয় আমদাবাদের পেসারের। গত বছর এশিয়া কাপেও খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য বুমরাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছিল। যেখানে আবারও চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ