Juventus Docked 15 Points For Financial Irregularities By Italian National Football Fedaration

তুরিন: বিরাট শাস্তি পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন দল জুভেন্তাস (Juventus)। আর্থিক বেনিয়মের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নদের কঠোর শাস্তি দিল। ১৫ লিগ (Serie A) পয়েন্ট কাটা গেল জুভের। এর ফলে এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে। পাশাপাশি তৎকালীন জুভেন্তাসেরর মুখ্য ফুটবল আধিকারিক তথা বর্তমান টটেহন্যাম হটস্পার ডিরেক্টর ফ্য়াবিও পারাটিসিকেও ইতালিতে ফুটবল সংক্রান্ত সমস্ত কার্যকলাপ থেকে ৩০ মাসের জন্য নির্বাসিতও করা হয়। তাঁকে উয়েফা এবং ফিফার বিভিন্ন কার্যকলাপ থেকেও নির্বাসিত করার দাবি জানানো হয়েছে।

নির্বাসিত আধিকারিকরা

প্যারাটিসির পাশাপাশি প্রাক্তন জুভে চেয়ারম্য়ান আন্দ্রেয়া অ্যাগনেলিকেও ইতালিয়ান ফুটবল থেকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সহ-সভাপতি ও প্রাক্তন ব্যালন ডি’অর বিজেতা পাভেল নেদভেদকে আট মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। জুভের তরফে স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্লাবের তরফে ইঙ্গিত করা হয় যে লিখিতভাবে তাঁরা এই নির্বাসনের কারণ জানতে আগ্রহী এবং এর বিরুদ্ধে ক্লাবের তরফে কোর্টে আপিলও করা হবে। এই ঘটনায় নির্বাসিত হওয়া সমস্ত আধিকারিকরাই ইতালিয়ান অলিম্পিক্স কমিটির কাছে আবেদন জানাতে পারবেন।

অলিম্পিক্স কমিটির কাছে আধিকারিকদের শাস্তি কমানো বা বাড়ানোর ক্ষমতা রয়েছে। গত নভেম্বরেই গোটা জুভেন্তাস বোর্ড পদত্যাগ করে। জুভেন্তাসের আর্থিক গতিবিধির বিরুদ্ধে তদন্ত হওয়ার পর পরই গোটা বোর্ড পদত্যাগ করে। জুভেন্তাস ক্লাব গত বছর ২২০ মিলিয়ন ইউরো ক্ষতির কথা জানায়। 

বিরাটের রোনাল্ডোবন্দনা

তিনি রান না পেলেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় সমালোচনা। নিজের সমালোচকদের জবাব দিতে বরাবর ব্যাটকেই হাতিয়ার করেছেন বিরাট কোহলি। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমালোচকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল আক্রমণ শানালেন কোহলি।

রোনাল্ডোর আগুনে পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। জোড়া গোল করে ম্যাচের সেরাও হয়েছেন রোনাল্ডো। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে রোনাল্ডোর ছবি-সহ কোহলি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সঙ্গে লিখলেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায় খেলছে মানুষটা। ফুটবল বোদ্ধারা বসে রয়েছেন প্রতি সপ্তাহে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। বলা ভালে খবরে থাকার জন্য়। এখন তাঁরা চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো কী পারফরম্যান্সটাই না করল। কারা যেন বলেছিল রোনাল্ডো নাকি শেষ!’  

আরও পড়ুন: “একটা ম্যাচে ১০ উইকেট লোকে ভুলে যাবে, রঞ্জি জিতলে সকলে আজীবন মনে রাখবে”