Presidency University: অনলাইনে ভোট নিয়ে দ্বিবিভক্ত প্রেসিডেন্সি

অনলাইনে ছাত্র সংসদের ভোট করাতে চাইছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু রাজি নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি। তাদের মতে অনলাইন ভোট করা হলে ‘স্বচ্ছতার’ অভাব থেকে যাবে। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের একাংশও মনে করছেন, কর্তৃপক্ষের এই পরিকল্পনা বাস্তবসম্মত হবে না।

ছাত্র সংসদের ভোটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ করছে ছাত্র সংগঠনগুলি। তাদের দাবি অবিলম্বের নির্বাচনের দিন ঘোষণা করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দিন ঘোষণার আগে কর্তৃপক্ষ চাইছেন, অনলাইনে ভোট নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হোক। আধিকারিকের কথায়, ‘পড়ুয়াদের অংশগ্রহণ বাড়াতে ভোট অনলাইনে করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ছাত্র সংগঠনগুলোই।’

ছাত্র সংগঠনগুলি অবশ্য অনলাইন ভোটের বিপক্ষেই তাদের মত জানিয়েছে। এসএফআই-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক ঋষভ সাহা বলেন,’অনলাইন ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কঠিন।’ একই মত আইসি-র কনভেনর অহন কর্মকারের। তিনি বলেন,’এর ফলে রাজনৈতিক দলগুলি ছাত্র সংগঠন কারসাজি করার সুযোগ পেয়ে যাবে।’

এই অনলাইনে ভোট করানোর পিছুনে কর্তৃপক্ষের আরও একটি যুক্তি রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের মধ্যে যাতে কোনও অশান্তির ঘটনা না হয়, সে কারণেই এই পরিকল্পনা।

ডিন অফ স্টুডেন্ট অরুণ মাইতি জানিয়েছেন, সরকারের নির্দেশ এলেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের নির্বাচন করতে প্রস্তুত।