Sports Highlights: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, মোহনবাগানের ড্র, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। আইএসএলে ড্র এটিকে মোহনবাগানের। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>বিরাট জয়</strong></p>
<p><a href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।</p>
<p><strong>রোহিতের ব্রেনফেড</strong></p>
<p>নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। তবে ভারতের সিরিজ জয়ের আনন্দের মাঝেও চর্চা চলল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বেনজির এক কাণ্ড নিয়ে।</p>
<p>টস জিতে কী করবেন, প্রথমে ব্যাটিং, নাকি ফিল্ডিং, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক!</p>
<p>রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের আগে তখন টসের জন্য উইকেটের পাশে দুই অধিনায়ক। রোহিত শর্মা ও টম লাথাম। সঙ্গে ম্যাচ রেফারি,&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। টস জেতেন রোহিত। ম্যাচ রেফারি জানতে চান, রোহিত কী সিদ্ধান্ত নেবেন।</p>
<p>রোহিত তখন যেন কিছুটা হকচকিয়ে গিয়েছেন। তিনি কপালে হাত দিয়ে চিন্তা করতে থাকেন। বলেন, ‘আমরা… আমরা শুরুতে… কী সিদ্ধান্ত নিয়েছিলাম ভুলে যাচ্ছি। আসলে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। আমরা কঠিন পরিস্থিতিতে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই। ঠিক আছে, আমরা ফিল্ডিং করব।’ রোহিত জানান, তাঁরা ফিল্ডিং করবেন।</p>
<p><strong>সবুজ-মেরুনের ড্র</strong></p>
<p><a title="আইএসএল" href="https://bengali.abplive.com/topic/isl" data-type="interlinkingkeywords">আইএসএল</a>ে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে হচ্ছে এটিকে <a title="মোহনবাগান" href="https://bengali.abplive.com/topic/atk-mohun-bagan" data-type="interlinkingkeywords">মোহনবাগান</a>কে (Chennaiyin FC vs ATK Mohun Bagan)। চলতি লিগে দ্বিতীয় গোলশূন্য ম্যাচটি খেলল তারা। এখনও যে গোলের সুযোগ নষ্টের রোগ সারেনি তাদের, তা এই ম্যাচেই বোঝা গেল আরও একবার। দলে একজন বিশেষজ্ঞ স্ট্রাইকার না থাকার মাসুলও ফের দিতে হল তাদের।</p>
<p><strong>বোলিং শুরু বুমরার</strong></p>
<p>শেষ বার জাতীয় দলের হয়ে বুমরাকে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। এ বার নেটে ফিরলেন ভারতীয় তারকা পেসার। নেটে তাঁর বল খেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার। বুমরার নেটে অনুশীলন করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের অলরাউন্ডার। তিনিই সকলকে জানিয়েছেন যে, বুমরা অনুশীলন শুরু করে দিয়েছেন। নাইট তারকা অলরাউন্ডার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে বেঙ্কটেশকে বল করছেন বুমরা। নেটে একসঙ্গে অনুশীলন করছেন দুই ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, &lsquo;এখন শুধু সময়ের অপেক্ষা! সুস্থতার পথে&hellip;&rsquo;</p>
<p><strong>রাহুলের বিয়ে</strong></p>
<p>কোনও অফিশিয়ালি ঘোষণা এখনও করা হয়নি ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) কে এল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty) পক্ষ থেকে। কিন্তু সূত্রের খবর, ২৩ জানুয়ারির মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সুনীল শেট্টির (Suniel Shetty) খান্ডালার ফার্মহাউজ জাহানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই তারকা। বিয়ের প্রস্তুতি শেষ। এবং ইতিমধ্যেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। অথচ, দুই তারকার পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে মুখে কার্যত কুলুপ আঁটা হয়েছে। এরই মধ্যে সামনে এল বেশ কিছু তথ্য। যেখানে জানা যাচ্ছে, কে এল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়েতে কারা আমন্ত্রিত রয়েছেন থেকে সমস্ত তথ্য।</p>
<p><strong>আইসিসির সুপারিশ</strong></p>
<p>২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Olympics) পুরুষ ও মহিলাদের ৬টি করে দেশকে নিয়ে ক্রিকেট অন্তর্ভুক্তির সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।</p>
<p>মাঝে বলাবলি হচ্ছিল যে, ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি সম্ভবপর হবে না। যদিও সূত্রের খবর, এখনও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মনে করা হচ্ছে অক্টোবরে মুম্বইয়ে আইওসি-র সভায় ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।</p>