সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত, বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২৩

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া আদর্শ নগর এলাকায় স্থানীয় পঞ্চায়েতের সাবেক সহ-সভাপতি আকবর আলীকে ছুড়িকাঘাতে হত্যা চেষ্টা ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বিকেল পাঁচটায় আদর্শনগর বালুর মাঠে স্থানীয় আদর্শ নগর, স্বপননগর, মুসলিম নগর, শান্তিনগর এলাকাবাসী এই বিক্ষোভের আয়োজন করে। আদর্শ নগর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মন্ডল এর নেতৃত্বে এ সময় স্থানীয় কয়েক শতাধিক বাসিন্দা ঘটনার সঙ্গে জড়িত কুখ্যাত সন্ত্রাসী স্বপন ও তার সহযোগিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ সময় পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মন্ডল বলেন, কমিটির সাবেক সহ-সভাপতি ও এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত থাকায় সবাই নতুন বাড়ি ঘর তৈরির জন্য নির্মাণ সামগ্রী আকবর আলীর কাছ থেকে নিত। স্থানীয় সন্ত্রাসী স্বপন নিজেও একজন নির্মাণ সামগ্রী বিক্রেতা। আদর্শনগর এলাকায় নবনির্মিত কয়েকটি বাড়ির কাজ আকবর আলী ভাই পাওয়ায় স্বপন এর ব্যবসায়িকভাবে ক্ষতি হওয়ায় সে ভাড়াটি সন্ত্রাসীদের দিয়ে আকবর ভাইকে খুন করতে চেয়েছে। সমিতি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এর আগে ব্যবসায়িক দ্বন্দে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় স্বপনের নেতৃত্বে সন্ত্রাসীরা আদর্শ নগর এলাকায় আকবর আলি কে ছুড়িকাঘাত করে ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শাকিল/সাএ