৩ বার আবেদন করেও মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার, ফের বিক্ষোভের মুখে দিদির দূত বিশ্বজিৎ

দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। রবিবার গোবরডাঙা থানা এলাকার বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয়দের শান্ত করেন তিনি।

এদিন বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গণদ্বীপায়ন এলাকায় দিদির দূত কর্মসূচি পালন করতে গিয়েছিলেন বিশ্বজিৎবাবু। সেখানে বিশ্বজিৎবাবুর গাড়ি থামান স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, এলাকায় বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বারবার আবেদন করলেও আবেদন খারিজ হয়েছে। এব্যাপারে পঞ্চায়েত প্রধানের কোনও সহযোগিতা পাননি তাঁরা। সঙ্গে তাঁদের অভিযোগ, আবাস যোজনার ঘর বণ্টনেও ব্যাপক অনিয়ম হয়েছে। দোতলা, তিন তলা বাড়ির মালিকরা ঘর পেলেও কাঁচা ঘরের বাসিন্দারা ঘর পাননি।

উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করতে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিশ্বজিৎবাবু। জানান, পরবর্তীকালে আবাস যোজনার ঘর বণ্টনের ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বলে রাখি, এর আগেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন বিশ্বজিৎবাবু। এমনকী তিনি কোন রাজনৈতিক দলে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন এক বৃদ্ধ।