Dandruff Problem: Shampoo Brush Can Remove Your Dandruff, Know What It Is And How To Use This Product

কলকাতা: খুশকির সমস্যার ভুগছেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। নারী-পুরুষ নির্বিশেষে উভয়েই ভোগেন এই সমস্যায়। শীতকাল তো বটেই, গরমকালেও অনেকেই জেরবার হয়ে যান খুশকির (Dandruff) সমস্যায়। ভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করিয়ে ফেলেছেন অনেকেই। তবে বিভিন্ন রূপচর্চার বিভিন্ন জিনিস ব্যবহার না করে আপনি একবার ব্যবহার করে দেখতেই পারেন শ্যাম্পু-ব্রাশ (Shampoo Brush)। 

কী এই শ্যাম্পু-ব্রাশ

যে কোনও রূপচর্চার দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যেতে পারেন শ্যাম্পু ব্রাশ। সিলিকনের দাঁড়াযুক্ত গোল এই ব্রাশ চুলের ভিতর দিয়ে মাথার স্কাল্প পর্যন্ত পৌঁছে যেতে পারে সহজেই। ওপরে থাকা হাতলে হাত গলিয়ে নিয়ে রাউন্ড মোশনে বা উপর নিচে করে হালকা চাপ দিয়ে ঘষে নিতে পারেন মাথা। হাত দিয়ে মাথা ঘষলে সব জায়গায় সমান চাপ পড়ে না, ফলে খুশকি রয়েই যায়। তা ছাড়া হাতে নখ থাকলে স্কাল্পের পক্ষে তা ক্ষতিকারক হতে পারে। শ্যাম্পু ব্রাশ ব্যবহার করলে সব জায়গায় সমানভাবে চাপ পড়ে আর তাতে সমানভাবে পরিস্কার হয়ে যায় গোটা স্কাল্পটা। 

ব্যবহারের নিয়ম

যে কোনও রকম শ্যাম্পুই ব্যবহার করা যায়। আপনার চুলে নিয়ম করে যে শ্যাম্পু ব্যবহার করেন প্রথমে তা ভালভাবে মাথার স্কাল্পে ওচুলে মাখিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে হালকাভাবে মাথায় রাউন্ড বা আপ অ্যান্ড ডাউন মোশনে ঘষে নিন। নিয়মিত শ্য়াম্পু ব্যবহার না করতে পারলেও রোজ স্নানের সময় চেষ্টা করুন শ্যাম্পু ব্রাশ দিয়ে মাথা ঘষে নিতে। তবে শুধু শ্যাম্পু ব্যবহারের সময় নয়। শ্যাম্পু ধোয়া এমনকি কন্ডিশনার ধোয়ার সময়ও ব্যবহার করুন এই শ্যাম্পু ব্রাশ। অনেক সময় ধোবার পরেও মাথার স্কাল্পে শ্যাম্পু বা কন্ডিশনার জমে থাকে। এতে চুলের ক্ষতি হয়। শ্যাম্পু ব্রাশ ব্যবহার করে তা পরিস্কার হয়ে যায় সহজেই। যাদের প্রচন্ড খুশকির সমস্যা রয়েছে, তাদের চেষ্টা করতে হবে রোজই যাতে শ্যাম্পু ব্রাশ দিয়ে অন্তত একবার মাথা ঘষে নেওয়া যায়।

আরও পড়ুন: Shah Rukh Khan: ছুটির সন্ধেয় হঠাৎ অনুরাগীদের জন্য বিশেষ উপহার শাহরুখ খানের

সতর্কতা

বাজারে প্লাস্টিকের তৈরি অনেক সস্তা দামের শ্যাম্পু ব্রাশও পাওয়া যায়। এই ব্রাশ ব্যবহার করলে চুল ও স্কাল্পের ক্ষতি হতে পারে কারণ এই ব্রাশের দাঁড়া শক্ত হয়। সিলিকনের তৈরি ব্রাশই ব্যবহার করা উচিত। শ্যাম্পু ব্যবহার করার সময় ব্রাশ দিয়ে মাথা ঘষলেও কন্ডিশনার লাগানোর সময় ব্রাশ ব্যবহার করবে না কখনও। কারণ ব্রাশের মাধ্যমে শ্যাম্পু স্কাল্পে পৌঁছে গেলে চুলের ক্ষতি হতে পারে। খুব বেশি জোরে শ্যাম্পু ব্রাশ দিয়ে মাথা ঘষা উচিত নয় কখনও।

দাম

অনলাইনে ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা দামের শ্যাম্পু-ব্রাশ পাওয়া যায়। নিজের প্রয়োজন আর পছন্দ মতো আপনি বেছে নিতে পারেন সহজেই।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator