Hockey WC 2023: Indian Hockey Captain Harmanpreet Singh Suggests Team To Not Take Excessive Pressure

ভুবনেশ্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আজ রবিবার মাঠে নামছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে আজ নিউজিল্যান্ডকে ক্রসওভার ম্যাচে হারাতেই হবে। পরিসংখ্যানও কিন্তু ভারতের পক্ষেই। ৪৪টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। মুখোমুখি লড়াইয়ে টিম ইন্ডিয়াই কিন্তু এগিয়ে রয়েছে। নিউজিল্যান্ডের ১৫টি জয়ের জবাবে ২৪টি ম্যাচ জিতেছে ভারত, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। 

বাড়তি চাপ নয়

ভারতীয় দল কিউয়িদের হারিয়ে শেষ আটে পৌঁছতে পারে কি না, সেইদিকেই সকলের নজর রয়েছে। ভুবনেশ্বরে ভারতীয় দলের সমর্থনে যে গ্যালারিভর্তি দর্শক উপস্থিতি থাকবেন, তা বলাই বাহুল্য। ইংল্যান্ড ম্য়াচে অনেকগুলি গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি ভারত। ওয়েলশের বিরুদ্ধে দলের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে নিউজিল্যান্ডের ম্যাচে আক্রমণ বিভাগ নিয়েই বেশি চিন্তিত ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন, ‘আমি মানছি যে এই বিশ্বকাপে আমরা প্রচুর সুযোগ তৈরি করলেও, সব সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে আমরা এর জন্য নিজেদের ওপর চাপ বাড়তে দিতে পারি না। আমরা সুযোগ তৈরি করলেই হবে না, সেই সুযোগকে কাজেও লাগাতে হবে। তবে অধৈর্য্য হয়ে পড়লে চলবে না। গোটা ম্যাচে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

কোচের চিন্তায় রক্ষণ

তবে ভারতীয় কোচের চিন্তায় কিন্তু আক্রমণ নয়, দলের রক্ষণভাগ। নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের রক্ষণ নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘আমরা ওদের বিরুদ্ধে (হকি প্রো লিগে) আগেও খেলেছি। আমাদের রক্ষণটা মজবুত করতে হবে, তবে প্রো লিগের সময় থেকে দলের রক্ষণ এখন অনেকটাই উন্নত হয়েছে। আশা করছি আমাদের রক্ষণ এই ম্যাচে ভালই খেলবে। সত্যি বলতে ওদের (নিউজিল্যান্ড) কিন্তু হারানোর কিছুই নেই। অপরদিকে, আমাদের ওপর বিরাট চাপ রয়েছে। তেব আমি আগেও বলেছি যে আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং নিজেদের সুযোগ কাজে লাগাই, তাহলে বিশ্বের যে কোনও দলকে আমরা হারাতে পারি।’

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে তারকা মিডফিল্ডার হার্দিক সিংহকে ছাড়াই মাঠে নামতে হবে। হার্দিক ছিটকে যাওয়ায় রিড হতাশ হলেও, তিনি সাফ জানিয়ে দিচ্ছেন ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী এবং দলে যথেষ্ট বিকল্প রয়েছে। ‘হার্দিকের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে ভীষণই হতাশাজনক। তবে আমাদের দলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। রাজকুমার পাল দলে (হার্দিকের বদলে) সুযোগ পেয়েছেন। ও এই বছরের শুরুর দিকে কিন্তু ভারতীয় দলের হয়ে ভালই পারফর্ম করেছে। আমার মনে হয় আমরা কালকের ম্যাচেই ভাল খেলব।’ আশাবাদী কোচ। 

আরও পড়ুন: পেশির চোটে শেষ হয়েছে বিশ্বকাপ সফর, ছিটকে গিয়ে আবেগঘন পোস্ট হার্দিকের