IND Vs NZ, 2nd ODI: Rohit Sharma Hilariously Forgets His Decision At Toss, Video Went Viral

রায়পুর: নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। তবে ভারতের সিরিজ জয়ের আনন্দের মাঝেও চর্চা চলল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বেনজির এক কাণ্ড নিয়ে।

টস জিতে কী করবেন, প্রথমে ব্যাটিং, নাকি ফিল্ডিং, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক!

রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের আগে তখন টসের জন্য উইকেটের পাশে দুই অধিনায়ক। রোহিত শর্মা ও টম লাথাম। সঙ্গে ম্যাচ রেফারি, ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। টস জেতেন রোহিত। ম্যাচ রেফারি জানতে চান, রোহিত কী সিদ্ধান্ত নেবেন।

রোহিত তখন যেন কিছুটা হকচকিয়ে গিয়েছেন। তিনি কপালে হাত দিয়ে চিন্তা করতে থাকেন। বলেন, ‘আমরা… আমরা শুরুতে… কী সিদ্ধান্ত নিয়েছিলাম ভুলে যাচ্ছি। আসলে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। আমরা কঠিন পরিস্থিতিতে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই। ঠিক আছে, আমরা ফিল্ডিং করব।’ রোহিত জানান, তাঁরা ফিল্ডিং করবেন।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 


মানবিক অধিনায়ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুধু ঝকঝকে হাফসেঞ্চুরিই করলেন না রোহিত শর্মা (Rohit Sharma), সেই সঙ্গে জিতে নিলেন মন। এক খুদে ভক্তকে নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেন ভারত অধিনায়ক। যা দেখে সোশ্যাল মিডিয়া রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

ঠিক কী হয়েছিল?

নিউজিল্যান্ডের (Ind vs NZ) ১০৮ রান তাড়া করতে নেমে তখন ব্যাট করছে ভারত। ৯.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলেছে ভারত। বল করছিলেন কিউয়ি পেসার ব্লেয়ার টিকনার। তাঁর পঞ্চম বলের আগে আচমকাই মাঠের মধ্যে ঢুকে পড়ে এক বালক। দৌড়ে গিয়ে রোহিত শর্মাকে আলিঙ্গন করে। শুরুতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন রোহিতও।

তবে সেই বালকের পিছনে নিরাপত্তারক্ষীদের দৌড়ে আসতে দেখে যেন হুঁশ ফেরে রোহিতের। সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তারক্ষীদের বলে ওঠেন, ‘ও একটা বাচ্চা ছেলে। কিছু করবেন না।’ নিরাপত্তাকর্মীরা শুধু সেই বালককে মাঠ থেকে বার করে নিয়ে চলে যায়।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা রোহিতের মানবিকতার প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, খুদে ভক্ত মাঠে ঢুকে হয়তো ভুল করেছে। কিন্তু রোহিত যেভাবে বালককে রক্ষা করতে তৎপর হয়েছেন, তার থেকেই বোঝা যায় তিনি কতটা মানবিক।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ