IND vs NZ, 3rd ODI: ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছনোর হাতছানি, কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারবে ভারত?

<p><strong>ইনদওর:</strong> নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ১২ রানে ও দ্বিতীয় ম্যাচ আট উইকেটে জেতে ভারতীয় দল। এবার ইনদওয়রে তৃতীয় ম্যাচে (IND vs NZ 3rd ODI) মুখোমুখি হবে দুই দল। আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ মনে হলেও, এই ম্যাচের সরাসরি প্রভাব পড়বে আইসিসি ব়্যাঙ্কিংয়ে। তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতলেই ভারতীয় দল আইসিসির বিচারে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করবে।</p>
<p>দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে নিউজিল্যান্ড ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল। ভারতীয় দল সেখানে ১১১ পয়েন্ট নিয়ে ছিল চতুর্থ স্থানে। তবে আট উইকেটে দুর্দান্ত জয়ের পরেই টিম ইন্ডিয়া ১১৩ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে আসে। আর ফাইনাল ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩-০ সিরিজ জিততে পারলেই রোহিতের নেতৃত্বাধীন <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> পৌঁছে যাবে শীর্ষে। উমরান মালিকের মতো প্রথম ম্যাচে মাঠের বাইরে বসে থাকা খেলোয়াড়রা এই ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পান কি না, সেইদিকে সকলের নজর থাকবে।</p>
<p>উমরানের প্রতিভা নিয়ে কারুরই কোনও সন্দেহ নেই। ঘণ্টায় ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম ভারতীয় তরুণ। আরেক ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) মতে উমরানের মধ্যে বিশ্বকে শাসন করার ক্ষমতা রয়েছে। তবে তরুণ উমরানকে উন্নতির জন্য নিজের লাইন এবং লেংথে কাজ করার পরামর্শও দিলেন শামি।</p>
<p>নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে শেষে বিসিসিআই টিভির হয়ে এক সাক্ষাৎকারে শামি উমরানকে বলেন, ‘তোমার গতির বিরুদ্ধে খেলাটা একেবারেই সহজ নয়। তবে আমি তোমায় কেবলমাত্র একটি পরামর্শই দেব। নিজের লাইন এবং লেংথ নিয়ে একটি কাজ কর। লাইন এবং লেংথের ওপর দখল পেয়ে গেলেই বিশ্বকে শাসন করার দক্ষতা রয়েছে। তোমার অনেক গতি রয়েছে এবং তোমার ভবিষ্যত কিন্তু উজ্জ্বল। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তুমি ভবিষ্যতে ভালই করবে।'</p>
<p><strong>কবে ম্যাচ?</strong></p>
<p>ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ সোমবার,&nbsp;২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।</p>
<p><strong>কোথায় ম্যাচ?</strong></p>
<p>তৃতীয় ম্যাচটি ইনদওরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হবে।</p>
<p><strong>কখন খেলা?</strong></p>
<p>ম্যাচ শুরু দুপুর ১.৩০ টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১ টায়।</p>
<p><strong>কোথায় দেখা যাবে খেলা?</strong></p>
<p>ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="কোন ভারতীয় তারকাকে মিনি-রোহিত বললেন প্রাক্তন পাকিস্তান বোর্ডপ্রধান রামিজ রাজা?" href="https://bengali.abplive.com/sports/shubman-gill-looks-like-a-mini-rohit-sharma-says-former-pcb-chief-ramiz-raja-950925" target="_self">কোন ভারতীয় তারকাকে মিনি-রোহিত বললেন প্রাক্তন পাকিস্তান বোর্ডপ্রধান রামিজ রাজা?</a></strong></p>