LIVE News: ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ শতাব্দী রায়, আটকানো হল সাংসদের গাড়ি

শনিবার ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের এসে পড়েছিল কলকাতার ধর্মতলায়। পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ ঘটে ডোরিনা ক্রসিংয়ে। সেই ঘটনায় ধর্মতলা থেকে গ্রেফতার হয়েছেন ১৯ জন আইএসএফ কর্মী। তাঁদের বিরুদ্ধে একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজ ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের উত্তর গাজিপুরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে বোমা। এই সংঘর্ষ বাদেও জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক স্তরের একাধিক খবরে দিকে আজ নজর থাকবে। দেশ, বিদেশ, রাজ্য, কলকাতার যাবতীয় খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

22 Jan 2023, 01:54:40 PM IST

ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ শতাব্দী

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আজ বীরভূমের মহম্মদবাজারের ফুল্লাইপুর এলাকায় তৃণমূল সাংসদের গাড়ি থামিয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের কয়েক জন।

22 Jan 2023, 11:00:38 AM IST

ধর্মতলা সংঘর্ষ নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় যে বিরোধিতা করে, তাঁকেই পুলিশ দিয়ে মারা হয়। বিজেপি শক্তিশালী হয়েছে, তৃণমূলের অত্যাচার বেড়েছে। আইএসএফের দিকে সংখ্যালঘু সমর্থন, তৃণমূলের ভোট কাটছে। সেই কারণেই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা হচ্ছে।’