Mamata-Anubrata: মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে ছবি থাকবে না কেষ্টর!‌ আর কী ফরমান জারি হয়েছে?‌

মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে অনুব্রত মণ্ডলের কোনও ছবি পোস্টারে, ফেস্টুনে থাকবে না। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এমনকী তাঁর নাম নিয়ে কিছু বলাও যাবে না বলে ফরমান জারি হয়েছে। যে দিদি কেষ্ট অন্ত প্রাণ সেই তাঁর সফরে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারছেন না বীরভূমের মানুষজন। গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত। তাঁর অনুপস্থিতিতেই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এমন ঘটনার কথা প্রকাশ্যে আসায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?‌ কেষ্টর ছবি না রাখার বিষয়ে কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা সংবাদমাধ্যমে জানান, আইনি জটিলতার জন্যই দলকে এই কৌশল নিতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, ‘অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাঁর কর্মীরা, সংগঠন কেমন কাজ করছে সেটার পরীক্ষা দিতে হবে। অনুব্রত মণ্ডলের ছবি আমাদের সকলের হৃদয়ে আছে। তাঁকে সামনে রেখেই আমরা চলছি।’ সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন নিয়ে বারবার খোঁজখবর জেল থেকে নিয়েছেন কেষ্ট। সেখানে তাঁর ছবি বাদ ভোটে প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন।

কবে আসছেন মুখ্যমন্ত্রী বীরভূমে?‌ আগামী ৩০ জানুয়ারি বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একটি জনসভা এবং প্রশাসনিক বৈঠক রয়েছে। ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বোলপুর কার্যালয়ে হয়েছে জেলা কমিটির বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যে সকল ব্যানার ফেস্টুন ছাপানো হবে, সেখানে কোনও অনুব্রত মণ্ডলের ছবি রাখা হবে না। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির নামও নেওয়া যাবে না।

কেমন থাকছে মুখ্যমন্ত্রীর সূচি?‌ আগামী ৩০ জানুয়ারি বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি প্রশাসনিক সভা। ১ ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা। বীরভূম জেলা তৃণমূল কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‌এখানে ৩০ তারিখ ঢুকছেন মুখ্যমন্ত্রী। ৩১ ও ১ তারিখ ওনার কর্মসূচি আছে। আমরা তার ব্যবস্থা করছি। গোটা জেলায় উৎসবের মেজাজ তৈরি হয়েছে।’‌ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, কেষ্টকে বীরের মর্যাদা দিয়ে ছাড়িয়ে আনবেন। সেখানে তাঁর সফরেই কেষ্টর ছবি থাকছে না। যা কার্যত বেমানান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup