Medical student death in Uttarakhand: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

মর্মান্তিক ঘটনা! উত্তরাখণ্ডের ব্রহ্মতালে বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল হবু ডাক্তারের। মৃতের নাম সায়ন মণ্ডল। তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ বর্ষের পড়ুয়া। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। সায়নের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর মৃতদেহ আজ বাড়িতে ফেরার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানা গিয়েছে, ডাক্তারি পড়ুয়া হলেও সায়ন ট্রেকিং করতে ভালোবাসতেন। গত ১২ জানুয়ারি ৪ বন্ধু মিলে উত্তরাখণ্ডে গিয়েছিলেন সায়ন। প্রথমে তাঁরা হরিদ্বারে পৌঁছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে ঋষিকেশ থেকে ব্রহ্মতাল পর্যন্ত ট্রেকিং করেন। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পর সায়ন শ্বাসকষ্ট অনুভব করেন। নিচে নামার সময় তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তিনি অচেতন হয়ে পড়েন। তবে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, তাঁর যে তিন বন্ধু একসঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন ইতিমধ্যেই তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রবিবার তাঁরা সায়নের মৃতদেহ নিয়ে ফিরবেন জানা যাচ্ছে। পরিবারের এক সদস্য জানান, সায়নের সঙ্গে শেষবার কথা হয়েছিল বুধবার। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সায়নের কাকা অরূপ মণ্ডল জানিয়েছেন, ‘শনিবার তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছি।’ এদিকে, সায়নের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তমাল চক্রবর্তী নামে সায়নের এক প্রতিবেশী জানান, ‘সায়ন একজন মেধাবী ছাত্র ছিল। ও খুব সহজ, সরল এবং ভালো আচরণের জন্য এলাকায় সুপরিচিত ছিল। সায়ন পাহাড় ভ্রমণ এবং ট্রেকিং করতে খুব ভালোবাসত।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup