Mohammed Shami Gives Advice To Umran Malik, Comments On Jasprit Bumrah

নয়াদিল্লি: চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় (Team India) একাদশে সুযোগ পাননি উমরান মালিক (Umran Malik)। তবে উমরানের প্রতিভা নিয়ে কারুরই কোনও সন্দেহ নেই। ঘণ্টায় ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম ভারতীয় তরুণ। আরেক ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) মতে উমরানের মধ্যে বিশ্বকে শাসন করার ক্ষমতা রয়েছে। তবে তরুণ উমরানকে উন্নতির জন্য নিজের লাইন এবং লেংথে কাজ করার পরামর্শও দিলেন শামি।

উমরানকে পরামর্শ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে শেষে বিসিসিআই টিভির হয়ে এক সাক্ষাৎকারে শামি উমরানকে বলেন, ‘তোমার গতির বিরুদ্ধে খেলাটা একেবারেই সহজ নয়। তবে আমি তোমায় কেবলমাত্র একটি পরামর্শই দেব। নিজের লাইন এবং লেংথ নিয়ে একটি কাজ কর। লাইন এবং লেংথের ওপর দখল পেয়ে গেলেই বিশ্বকে শাসন করার দক্ষতা রয়েছে। তোমার অনেক গতি রয়েছে এবং তোমার ভবিষ্যত কিন্তু উজ্জ্বল। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তুমি ভবিষ্যতে ভালই করবে।’

বুমরা প্রসঙ্গে শামি

মহম্মদ সিরাজ, শামিদের দুরন্ত বোলিংয়ে ভর করে পর পর সিরিজ জিতেই চলেছে ভারতীয় দল। শামি, সিরাজরা যশপ্রীত বুমরার অনুপস্থিতি এখনও অবধি তেমনভাবে বুঝতেই দেননি। বুমরার বিষয়ে কথা বলতে গিয়ে শামি বলেন, ‘ও (বুমরা) দারুণ বোলার। তাই স্বাভাবিকভাবেই ওর অনুপস্থিতি আমরা অনুভব করি। ভাল খেলোয়াড়ের অনুপস্থিতি তো বোঝা যায়ই। তবে তার জন্য তো আর খেলা থেমে যেতে পারে না। আশা করছি ও দ্রুতই ফিরে আসবে এবং ও ফেরায় দল আরও মজবুত হবে। ও নিজের ফিটনেস নিয়ে কাজ করছে আর আমরা ওর অপেক্ষায় রয়েছি।’

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু এই সময়ে দাঁড়িয়ে। গতকাল ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন শামি। প্রথম স্পেলেই কিউয়ি ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন বাংলার এই পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে শামি বলছেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের আগে ম্যাচ খেলাটা খুব দরকার। অনুশীলনের থেকেও গুরুত্বপূর্ণ। টিম ম্য়ানেজমেন্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আমাকে সহ বেশ কয়েকজন সিনিয়রকে মাঝেমধ্যেই বিশ্রাম দিয়েছেন। তবে বিশ্বকাপের আগে আরও কিছুটা সময় রয়েছে। তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সময় পাব আমরা।’

আরও পড়ুন: যশপ্রীত বুমরা দলে ফিরলে কি জায়গা হারাবেন সিরাজ? ভারতীয় বোলিং কোচের কথায় ইঙ্গিত স্পষ্ট