Presidency University: প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, পুজো হবেই জানাল TMCP

সরস্বতী পুজো নিয়ে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াল তৃণমূল ছাত্র পরিষদ (টিমএসিপি)। ক্যাম্পাস চত্ত্বরে পুজো নিয়ে কর্তৃপক্ষের আপত্তির মধ্যে টিএমসিপি জানিয়ে দিল তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুজো করবেই। পড়ুয়াদের একাংশ টিএমসিপি-র ভূমিকা নিয়ে সমালোচনার সরব হয়েছে।

গত ১৯ ডিসেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চেয়ে প্রেসিডেন্সির ডিন অব স্টুডেন্টসের কাছে আবেদন জানায় টিএমসিপি। চিঠিতে তারা ২৫ থেকে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পুজো করতে চায় বলে জানিয়েছিল তারা। কিন্তু সে আর্জি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসের মধ্যে কখনও সরস্বতী পুজো হয়নি। কারণ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপক্ষেতাকে যুক্তি হিসাবে বলা হয়েছে। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বলতে তারা কী বোঝে তা নিয়ে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে প্রেসিডন্সি বিশ্ববিদ্যালয় টিএমসিপি-র পক্ষ থেকে। তাদের যুক্তি ধর্ম নিরপেক্ষতা মানে যেখানে প্রত্যেক মানুষ নিজেদের আচার-অনুষ্ঠান উৎসব পালন করতে পারবেন। সংবিধানে কোথাও বলা নেই যে মানুষ তার নিজস্ব ধর্মীয় আচারণ পালন করতে পারবে না।

তৃণমূল ছাত্র পরিষদের এই ভূমিকায় সরব হয়েছে পড়ুয়াদের একাংশ। তাদের বক্তব্য, ধর্মনিরপেক্ষতা নিয়ে নিজের মতো যুক্তি খাড়া করে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে চাইছে টিএমসিপি। তারা কার্যত ‘বিজেপির সঙ্গে এক’ হয়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup