Shubman Gill | Sunil Gavaskar: গাভাসকরের দিয়েছেন নতুন নাম! গিল প্রকাশ্যে জানিয়ে দিলেন প্রতিক্রিয়া

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুভমান গিল (Shubman Gill) এই মুহর্তে রয়েছেন দুরন্ত ফর্মে। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো কিংবদন্তিরাও প্রশংসা করছেন বছর তেইশের ব্যাটারের। সম্প্রতি গিল বিশ্বের অষ্টম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই গিল বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাস লিখেছেন। গিল উপলে ১৪৯ বলে ২০৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ১৯টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে ছিলেন তিনি। ভারতের তরুণ ব্যাটার ১৩৯.৫৯ এর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। ওই ইনিংসের পর তিনি পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বি-শতরান করার নজির গড়েন। 

দেশের জার্সিতে গিলের ২০টি ওয়ানডে খেলা হয়ে গেল। তাঁর গড় ৭১.৩৮। গতকাল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত ১০৮ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে। এই ম্যাচে গিল ৫৩ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের পরে গিলের সঙ্গে মজার কথোপকথন হয়েছিল ব্যাটিং মহারথী গাভাসকরের। ভারতের প্রাক্তন অধিনায়ক গিলকে বলেন, ‘আমি তোমাকে একটা নতুন ডাকনাম দিয়েছি। স্মুথম্যান গিল। আশা করি তুমি কিছু মনে করব না। যা শুনে গিল বলেন, ‘আমি একদমই কিছু মনে করিনি স্যার।’ গিলের ডাবল সেঞ্চুরি দেখে গাভাসকর বলেছিলেন, ‘অবিশ্বাস্য ইনিংস খেলেছে গিল। ৩৫ বছরের মাথা তরুণের কাঁধে। যেভাবে ও ইনিংসকে এগিয়ে নিয়ে গেল, বোলারদের কাউন্টারঅ্যাটাক করল, তা দুর্দান্ত। যেভাবে গিল সেঞ্চুরির পর গিয়ার বদলাল, দিনের শেষে দেখে দারুণ লাগল। ওর ইনিংস নিঃসন্দেহে ভবিষ্যত এবং একদিনের বিশ্বকাপের কথা বলবে।’

আরও পড়ুনWATCH | Sachin Tendulkar: ‘এখনই তুমি সচিনের কাছে ক্ষমা চাও’! প্রকাশ্যে আরপিকে একহাত আকাশের

সেঞ্চুরির হিসাবে ধরলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে গিলের তিনটি সেঞ্চুরি হয়ে গেল। একটি অভাবনীয় কীর্তিও গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গণ্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের  দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও দ্বিতীয় স্থানে গিল। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) ওয়ানডেতে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)