U19 T20 WC: Parshavi Chopra Shines With The Ball As India Thump Sri Lanka By 7 Wickets

পোচেস্ট্রম: শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দলকে। তবে ঠিক তার পরের দিনই ঘুরে দাঁড়াল ভারত। দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে (IND U19 vs SL U19) কার্যত উড়িয়ে দিলেন শেফালি ভার্মারা। পার্শভি চোপড়ার (Parshavi Chopra) চার উইকেটে ভর করে সাত উইকেটে জয় পেল ভারত।

প্রথম বলেই সাফল্য

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শেফালি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের প্রথম বলেই সাফল্য পান সৌমা তিওয়ারি। বাংলার বোলার সৌমা নেথমিকে শূন্য় রানে সাজঘরে ফেরত পাঠান। ভারতীয় স্পিনাররা এরপর নিজেদের দাপট দেখানো শুরু করেন। নিখুঁত লাইন এবং লেংথে বল করে শ্রীলঙ্কান ব্যাটারদের গোটা ইনিংস জুড়েই চাপে রাখেন ভারতীয় বোলাররা। শ্রীলঙ্কা গোটা ইনিংসে মাত্র তিনটি চারই মারতে পারে। এর থেকেই ভারতীয় বোলারদের পারফরম্যান্সের আন্দাজ পাওয়া যায়। 

ভারতের হয়ে ১৬ বছর বয়সি লেগ স্পিনার পার্শভির চার উইকেটের পাশাপাশি বাঁ-হাতি স্পিনার মন্নত কাশ্যপও দুই উইকেট নেন। নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ৫৯ রানেই থামে দ্বীপরাষ্ট্রের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক ভিষ্মি গুণরত্নে (২৫) এবং উমায়া রত্নায়েকে (১৩) বাদে কেউ দুই সংখ্য়ার স্কোরেও পৌঁছতে পারেননি। জবাবে মাত্র ৭.২ ওভারে সাত উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ভারতের হয়ে ব্যাট হাতে সৌমাই সর্বাধিক ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

 

 

 

সেমিফাইনাল অনিশ্চিত

ভারতীয় অধিনায়ক শেফালি অবশ্য এদিন রান পাননি। ১০ বলে মাত্র ১৫ রান করেই তিনি সাজঘরে ফেরেন। দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট নেওয়ায় পার্শভিকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়। অবশ্য এই দুর্দান্ত জয় সত্ত্বেও ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছনো কিন্তু এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন: ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছনোর হাতছানি, কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারবে ভারত?