Wipro young workers not reading emails: তরুণ কর্মীরা ইমেল টুকুও পড়ে না, ইনস্টাগ্রামে গিয়ে কথা বলতে হয়, দাবি Wipro-র CEO

তরুণ কর্মীদের উপর ক্ষোভ উগরে দিলেন উইপ্রোর সিইও থিয়েরি ডেলাপোর্তে।তাঁর দাবি, মাসে একবারও ইমেল দেখেন না কর্মীদের একাংশ। বরং তাঁরা স্ন্যাপচ্যাটে সময় কাটান। শুধু তাই, তাঁদের সঙ্গে আলোচনার জন্য ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনে যেতে হয়।

ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তথ্যপ্রযুক্তি জায়েন্ট উইপ্রোর চিফ এগজিকিউটিভ (সিইও) ডেলাপোর্তে দাবি করেছেন, কুড়ির ঘরে থাকা কর্মীরা এখন ইমেলও দেখেন না। বরং তাঁদের সঙ্গে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় যেতে হয়। তিনি দাবি করেন, ‘কর্মীদের সঙ্গে কথা বলার জন্য ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনে যাই আমি।’

আরও পড়ুন: Google’s warning phone price hike: নিজেদের জন্যই ভারতে ফোনের দাম বাড়তে পারে, লাটে উঠবে গোপনীয়তা, ‘ভয়’ দেখাল Google

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তথ্যপ্রযুক্তি জায়েন্ট উইপ্রোর সিইও বলেছেন যে ‘ওঁরা কখনও-কখনও ইমেল টুকুও দেখে না। আমাদের প্রায় ২০,০০০ এমন কর্মী আছেন। যাঁরা প্রতি মাসে একটিও ইমেল দেখেন না। ওঁদের বয়স ২৫। যাঁরা কোনও কিছুর পরোয়া করেন না। ওঁরা নিজের ইমেলও খোলেন না। পরিবর্তে স্ন্যাপচ্যাটে যান। প্রায় ১০ শতাংশ কর্মী মাসে একবারও ইমেল দেখেন না।’ 

আরও পড়ুন: Google Layoffs: ২০ বছর সঁপে দিয়েছেন নিজেকে, এক ইমেলে চাকরি থেকে তাড়িয়ে দিল Google

ব্রিটেনের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডে উইপ্রোতে ৪,৫০০ জন কাজ করেন। সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি জায়েন্ট উইপ্রোর কর্মীর সংখ্যা প্রায় ২৬০,০০০। যে কর্মীদের  কিছুটা সতর্ক করে দিয়েছেন উইপ্রোর সিইও ডেলাপোর্তে। তিনি দাবি করেন, কর্পোরেট জগতে যোগাযোগের মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য যোগাযোগের নয়া উপায় খুঁজে বের করতে হবে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)