তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক কাউন্টার খুললো রামেক হাসপাতাল

নির্বিঘ্নে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খোলা হয়েছে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়বেন না।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে রামেক হাসপাতালের বহির্বিভাগে এই টিকিট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী ও রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। দেশের সরকারি কোনও হাসপাতালে এই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক টিকিট কাউন্টার খোলা হলো।

উদ্বোধনী বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ আলাদা কোনও জাতি নয়। কিন্তু সমাজ ও সাধারণ জনগণ তাদের আলাদা করে দেখে, নানাভাবে হয়রানি করে। এই জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। তাদের ভোটাধিকার ও  পিতার সম্পদে অংশীদারিত্ব নিশ্চিত করেছেন। তারা যেন সব সুযোগ সুবিধা বৃহত্তর জনগোষ্ঠীর মতোই ভোগ করতে পারে তা নিশ্চিত করতে দেশে এই প্রথম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আলাদাভাবে টিকিট কাউন্টার খোলা হলো। এতে এই জনগোষ্ঠীর কোনও সদস্যকে হয়রানি হতে হবে না।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা জানান, আগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো। বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে। আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়াতে। অনেকে চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে ফিরে যেতেন। পৃথক কাউন্টার চালু হওয়ায় এখন থেকে সহজেই তারা নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কেটে সেবা নিতে পারবেন।