আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের আধিপত্য!

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। তার পরেও আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ইংলিশদের আধিপত্য দেখা গেলো না। সেখানে আধিপত্য ছিল ভারতীয়দের!

সোমবার আইসিসি ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারত থেকেই জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিনজন। তারা হলেন-বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। বর্ষসেরা দলের অধিনায়ক করা হয়েছে ইংলিশ অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে। তার সঙ্গে ইংলিশ পেসার স্যাম কারানেরও জায়গা হয়েছে।

পাকিস্তান থেকেও আছেন দুজন- মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে হারিস রউফের দলটিতে জায়গা হয়েছে। তাছাড়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে জায়গা হয়েছে একজন করে। তারা হলেন- গ্লেন ফিলিপস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিকান্দার রাজা ও জশ লিটল।

বর্ষসেরা দলটিতে এই নামগুলো প্রত্যাশিতই ছিল। দুর্দান্ত পারফরম্যান্সে বছর জুড়ে আলো ছড়িয়েছেন তারা। সূর্যকুমার এক বর্ষপঞ্জিকায় হাজার রানের বেশি করেছেন। দুটি সেঞ্চুরির সঙ্গে ছিল ৯টি হাফসেঞ্চুরি। তার চেয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মোহাম্মদ রিজওয়ানের। ১০ হাফসেঞ্চুরিতে করেছেন ৯৯৬। বিরাট কোহলি তো ঝড় তুলে খেলেছেন এশিয়া কাপে। তার তিন বছরের সেঞ্চুরি খরা মিটেছে ওই টুর্নামেন্টেই।

বছর জুড়ে অলরাউন্ড নৈপুণ্যে আলোচনায় ছিলেন সিকান্দার রাজাও। ৭৩৫ রান করার পাশাপাশি ৬.১৩ ইকোনোমিতে ২৫ উইকেট নিয়েছেন। 

ইংল্যান্ড পেসার স্যাম কারান তো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ইংলিশদের শিরোপা জেতাতে অবদান রাখতে ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

লঙ্কান রিস্ট স্পিনার হাসারাঙ্গা আলো ছড়িয়েছেন এশিয়া কাপে। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রেখেছেন তিনি।

 অপর দিকে আইরিশদের হয়ে বর্ষসেরা দলে জায়গা পাওয়া জশ লিটল এক পঞ্জিকা বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। বামহাতি পেসার এই সময়ে নিয়েছেন ৩৯ উইকেট!

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হারিস রউফ ও জশ লিটল।