Bengal Aim To Continue Unbeaten Ranji Trophy Run As They Take On Odisha In Eden Gardens

কলকাতা: গত ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে এক ইনিংস এবং ৫০ রানে দুরন্ত জয় পেয়েছিল বাংলা দল (Bengal Ranji Team)। ছয় ম্যাচে চারটি জয় ও দুইটি ড্রয়ের সুবাদে ইতিমধ্যেই রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ আটে পৌঁছে গিয়েছে বাংলা দল। মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা ৩২ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। শেষ আটে পৌঁছে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলার জন্য নিয়মরক্ষার ম্যাচই হয়ে দাঁড়িয়েছে। কাল থেকে ইডেন গার্ডেন্সে সেই  নিয়মরক্ষার ম্যাচেই মাঠে নামছে বাংলা দল।

দারুণ ছন্দে দল

চলতি মরসুমে বাংলার হয়ে অভিমন্যু ঈশ্বরণ দুরন্ত ছন্দে রয়েছেন। রান পেয়েছেন সুদীপ ঘরামি। অপরদিকে, মিডল অর্ডারে অনুষ্টুপ মজুমদারের ফর্ম বাংলাকে ভরসা প্রদান করছে। অনুষ্টুপ গত ম্যাচেও বাংলার হয়ে শতরান করেছিলেন। কঠিন পরিস্থিতিতে ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। রান পেয়েছেন অধিনায়ক মনোজও। তাই সাম্প্রতিক সময়ে অন্যান্য যে কোনও বছরের তুলনায় বাংলার ব্যাটিংকে এবার বেশ শক্তিশালী মনে হচ্ছে। অপরদিকে, দলের বোলাররাও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। গত ম্যাচে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন আকাশ দীপ।

নেই শাহবাজ, মুকেশ

তিনি নিজের ফর্ম ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবেন। তবে দুর্ভাগ্যবশত বাংলা এই ম্যাচে দলের দুই তারকা শাহবাজ আমেদ এবং মুকেশ কুমরাকে পাবে না। দুই তারকাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের অংশ। তাই তাঁরা ওড়িশার বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামতে পারবেন না। মুকেশের বদেল প্রীতম চক্রবর্তীই সম্ভবত বাংলা দলে সুযোগ পেতে চলেছেন। তবে শাহবাজের বদলে শায়ন শেখর মণ্ডল বা প্রদীপ্ত প্রামাণিকের মধ্যে একজন একাদশে সুযোগ পেতে পারেন। 

বাংলা দল যতই রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাক না কেন, দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla) কিন্তু ভাল ক্রিকেট খেলা চালিয়ে যেতেই বদ্ধপরিকর। ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা আমাদের সাধারণ খেলার খেলা খেলে চেতে যাই। ছেলেরা এখনও পর্যন্ত খুবই ভাল খেলেছে। আসন্ন ম্য়াচেও সেই ধারাবাহিকতাটা ধরে রাখাই লক্ষ্য। এই ম্যাচে ভাল খেলার আত্মবিশ্বাস আসন্ন ম্যাচগুলিতে কাজে লাগবে।’ 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের? কী বললেন কোচ দ্রাবিড়?