California mass shooting: নিজের ভ্যানেই আত্মঘাতী ক্যালিফোর্নিয়ার বন্দুকবাজ, হামলার কারণ ঘিরে বজায় ধোঁয়াশা

ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষে হামলা চালানো বন্দুকবাজ নিজের ভ্যানেই আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার হামলাকারীর মৃত্যুর খবর দেয় লস অ্যাঞ্জেলেস পুলিশ। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পুলিশ একটি ওয়ান্টেড ভ্যানের গতিবিধি ট্র্যাক করছিল এবং অফিসাররা কাছে গেলে ভ্যানের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই বন্দুকবাজের। তাঁর শরীরের আঘাত থেকে স্পষ্ট যে নিজেকে গুলি করেছে। (আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে শামিল হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত, মিলল ইঙ্গিত)

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হু কান ট্রান। বয়স ৭২ বছর। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, এই ঘটনার সঙ্গে আর কোনও ব্যক্তি জড়িত নেই বলে জানা গিয়েছে। এদিকে ১০ জনকে হু কান ট্রান কেন খুন করলেন, সেই কারণ এখনও অজানাই থেকে গিয়েছে। রবার্ট বলেন, ‘তদন্ত এখনও চলছে। শেরিফের গোয়েন্দারা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। এই অত্যন্ত দুঃখজনক ঘটনার পেছনের উদ্দেশ্য নির্ধারণে কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, পূর্ব লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্কে শনিবার গভীর রাতে লুনার নিউ ইয়ার উদযাপন চলছিল। সেখানে চিনা আমেরিকান সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে ১৬ কিমি দূরে অবস্থিত মন্টেরি পার্কে প্রায় ৬০ হাজার বাসিন্দা থাকেন। এদের অধিকাংশই এশিয়ান বংশোদ্ভূত। জানা গিয়েছে, রাত ১০টার পর গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় গুলিবিদ্ধ হন ১৬ জন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup