বাংলা নিউজ > টুকিটাকি > Hypervitaminosis signs symptoms: শরীরে ভিটামিন বেড়ে গেলেও ক্ষতি! কীভাবে বুঝবেন এই রোগে ভুগছেন কিনা
Updated: 23 Jan 2023, 03:44 PM IST
Sanket Dhar
Hypervitaminosis signs symptoms treatment explained: ভিটামিন শরীরের অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। তবে ভিটামিনের ঘাটতিতে যেমন রোগ হতে পারে, তেমনই ভিটামিনের আধিক্যও ভালো নয়।
1/6হাইপারভিটামিনোসিস কী?: এই রোগে আমাদের শরীরে ভিটামিনের পরিমাণ বেড়ে যায়। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয়।2/6কাদের ঝুঁকি বেশি?: যেসব ব্যক্তির অতিরিক্ত ওজন রয়েছে, তাদের মধ্যে এই সমস্যা দেখা যেতে পারে। চিকিৎসক বীর সিং সেহরাওয়াতের কথায়, শিশু ও বয়স্ক ব্যক্তিদের হাইপারভিটামিনোসিস হওয়ার ঝুঁকি বেশি। 3/6ভিটামিন এ বেশি: বেশিরভাগ ক্ষেত্রে হাইপারভিটামিনোসিস ভিটামিন এ ও ডি-এর কারণে দেখা যায়। শরীরে ভিটামিন এ বেড়ে গেলে মাথা ব্যথা, পেশি ও গাঁটের ব্যথা, বমির লক্ষণ দেখা যায়।4/6ভিটামিন ডি বেশি: ভিটামিন ডি-এর পরিমাণ বাড়লে মানসিক অবসাদ, মাথা ব্যথা, ক্লান্তি, ঝিমুনির মণো লক্ষণ দেখা দিতে পারে। এছাড়াও একাধিক হৃদরোগ ও কিডনির রোগের ঝুঁকিও থাকে।5/6ভিটামিন ই বেশি: ভিটামিন ই-এর পরিমাণ বেড়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কেটে গেলে রক্ত সহজে বন্ধ হয় না। এছাড়াও সংক্রমণের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দেয় ভিটামিন ই-এর আধিক্য।6/6ভিটামিনের আধিক্য দেখা দিলে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা ওষুধ ও থেরাপি মারফত হয়। তাই এমন লক্ষণ দেখা দিলে এড়িয়ে যাবেন না। বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।